আমাদের কথা খুঁজে নিন

   

বস্ত্রখাতের দর বাড়ায় ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ২৫ পয়েন্টে বেশি বেড়েছে। লেনদেনে বস্ত্রখাতের প্রায় সব কোম্পানির শেয়ার দর বাড়ে। মোট লেনদেনে বস্ত্রখাতের কোম্পানির ভূমিকা ছিল প্রায় ৩৪ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৯৩ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়ে দিনশেষে ডিএসইএক্স ব্রোড সূচক ২৫ বেড়ে ৪ হাজার ৩০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫২৬ কোটি টাকার শেয়ার। লেনদেনে বস্ত্রখাতের ৩১টির মধ্যে দুইটি বাদে সবগুলো কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেন হওয়া ২৮৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৫ টির, কমেছে ৪৭ টি ও অপরিবর্তিত ছিল ৩৫ টি কোম্পানির শেয়ার দর। লেনদেনের শীর্ষে ছিল- জেনারেশন নেঙ্ট, ডেল্টা লাইফ, প্যারামাউন্ট টেঙ্টাইল, আরগন ডেনিমস, সিএসইর সার্বিক সূচক ৯৩ বেড়ে ১৩ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ৬৭ কোটি টাকার।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.