আমাদের কথা খুঁজে নিন

   

যাত্রাবাড়ীতে শিবির-পুলিশ সংঘর্ষ

এ সময় তারা তিনটি স্থানে রাস্তায় থাকা গাড়ি ভাংচুর করে এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষের সময় এক শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক, ধলপুর ও কলাপট্টি এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করে।
পুলিশ তাদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ঢিল ছোড়ে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও শটগানের গুলি ছোড়ে বলে জানান এমরান।


সংঘর্ষ চলাকালে ছররা গুলিতে এক শিবিরকর্মী আহত হয়েছেন বলে জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি এই উপপরিদর্শক।
তিনি বলেন, তিনটি স্থান থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।
এদিকে সকাল পৌনে ৮টার দিকে লালবাগ শেখ সাহেব বাজারের গালিতে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে দুটি ককটেল ফাটানো হয় বলে লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকিন জানান।
কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে তার দল জাময়াতে ইসলামী। আর নির্বাচনের তফসিল বতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন চলছে সোমবার।

   

অবরোধ ও হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া আসা করছে না। তবে রাজধানীতে গণপরিবহন চলছে অবরোধের আগের দুই দিনের তুলনায় বেশি।
সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিআইডাব্লিউটিএর টিআই হুমায়ন করিব বলেন, সোমবার সকালে পাঁচটি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর রোববার যায় ৫৩টি লঞ্চ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.