আমাদের কথা খুঁজে নিন

   

দুবার পিছিয়ে পড়েও ৩-৩ ড্র করল ইন্টার

সিরি আ লিগে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখল ইন্টার ও পারমার সমর্থকরা। গতকাল রবিবার মিলানে ঘরের মাঠে দু’বার পিছিয়ে পড়েও ম্যাচ ৩-৩ গোলে ড্র করল ইন্টার।

৯০ মিনিটে এদিন মোট ছ’গোল দেখলেন দু’দলের সমর্থকরা। যদিও ম্যাচের শুরুতেই গোল করে পারমা। ম্যাচের ১১ মিনিটে পারমাকে গোল করে এগিয়ে দেন নিকোলা স্যানসোনে।

ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত এই ফলটাই কার্যকর ছিল। ম্যাচের ৪৪ মিনিটে গোল করে সমতা ফেরালেন ইন্টারের রডরিগো প্যালাসিও। প্রথমার্ধের একেবারে শেষে যখন গোল শোধ হয়ে গিয়েছে, ইন্টার সমর্থকরা ভাবতে শুরু করছেন প্রথমার্ধে শেষ পর্যন্ত ১-১এই শেষ করবেন ফ্রেডিরা। ঠিক তখনই অ্যাওয়ে দলের হয়ে ফের গোল করে দলকে এগিয়ে দেন মার্কো পারোলো। প্রথমার্ধ শেষ হয় ইন্টার ১ পারমা ২ এই ফলাফলে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে ইন্টার। ম্যাচের ৫৪ মিনিটে গোল করে দলকে আরও একবার সমতায় ফেরান রডরিগো। ম্যাচের ফল ২-২ হয়ে যাওয়ায় বেশ কিছুটা চাপে পড়ে যায় পারমা। দু’মিনিটের মধ্যেই ফের ইন্টারের হয়ে গোল করেন ফ্রেডি গুয়ারিন। এই সময় ৩-২ এগিয়ে যায় ইন্টার।

কিন্তু ঘরের মাঠেও এই লিড ধরে রাখতে পারেননি ইন্টারের ফুটবলাররা। এই গোল হওয়ার তিন মিনিটের মধ্যেই তারা গোল খেয়ে বসে। পারমার হয়ে এবার সমতা ফেরান লেই নিকোলা।

উল্লেখ্য, এই ড্রয়ের ফলে সিরি-এ লিগে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইন্টার। পারমা রয়েছে দশম স্থানে।

সম সংখ্যক ম্যাচ খেলে ৪০ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। তিন পয়েন্ট কম পেয়ে তার পরের স্থানটিতে রয়েছে এএস রোমা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.