আমাদের কথা খুঁজে নিন

   

গেমস ওয়ার্ল্ড [পর্ব-২৪] :: L.A. Noire (ওপেন ওয়ার্ল্ড/২০১১)


আজকে আমি যে গেমস সম্পর্কে লিখতে যাচ্ছি তার মূল প্রেক্ষাপট আমেরিকার লস অ্যাঞ্জেলসে । আমার খেলা সেরা গেমসগুলোর মধ্যে এটি একটি। গেমসটিকে ১৯৪০ সালের জিটিএ গেমস বলা যেতে পারে । জিটিএ গেমস সিরিজের সব বৈশিষ্ট্য রয়েছে এই গেমসটিতে । তবে জিটিএ এর চেয়ে বেশি কিছু আছে গেমসটিতে তা অবশ্যই স্বীকার করতে হবে ।

কারন এই গেমসে গেমারের মূল কাজ গোয়েন্দাগিরি । গোয়েন্দাগিরি হলেও গেমারকে বিভিন্ন কাজ করতে হবে । যেমন সন্ত্রাসীর পিছনে ধাওয়া করতে হবে । সন্ত্রাসীর পালিয়ে যেতে থাকা গাড়িকে বাঁধা দিতে হবে ।   এছাড়া গোলাগুলিতে অংশগ্রহণ করতে হবে গেমারকে ।

সন্ত্রাসীকে গুলি মেরে হত্যা বা জীবিত ধরতে হবে গেমারকে ।
কোন হত্যাকাণ্ড বা ক্রিমিনাল কেসের সমাধান করতে হবে গেমারকে । সন্দেহ ভাজন ব্যক্তিদের প্রশ্নের বেড়াজালে বেঁধে সঠিক অপরাধীকে ধরতে হবে । আপনি যদি সঠিক অপরাধী ব্যর্থ হন তাহলে কোন সমস্যা নেই । তবে নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে আরকি ।

আপনি মনে করতে পারেন গোয়েন্দাগিরি করা অনেক কঠিন হবে । মটেও না । বরং আরও সোজা । আপনাকে প্রথমে প্রমান যোগার করতে হবে । প্রমান যোগাড় করা অনেক সোজা কাজ ।

প্রমানের বস্তুর কাছাকাছি গেলেই শব্দ বেজে উঠবে । ফলে সহজেই আপনি বুঝতে পারবেন প্রমান আসেপাশেই আছে । আর প্রমান পেয়ে গেলেই দোষী ব্যক্তি আপনার কাছে অবশ্যই ধরা খাবে । আপনি তাকে প্রশ্ন করবেন ।   দোষী ব্যক্তিকে প্রশ্ন করলে  দোষী ব্যক্তি তার দোষ এড়ানোর জন্য বিভিন্ন ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে  ।

কিন্তু আপনি তাকে প্রমানের মাধ্যমে ধরে ফেলবেন বা আটকে দিবেন । মাঝে মাঝে দোষী ব্যক্তি ধরা খেয়ে পালানো শুরু করে । তখন আপনার কাজ তাকে ধরা । এর জন্য হয় তো আপনাকে অস্ত্র ব্যবহার করতে হবে , আবার তার সাথে বক্সিং এ জড়ানো লাগতে পারে , আবার তার পিছনে পিছনে দৌড়ানো লাগে পারে , আবার তার পিছন পিছন গাড়ি নিয়ে তাড়া করা লাগতে পারে ।   আপনি সন্দেহভাজন ব্যাক্তিকে ধরতে ব্যর্থ হলেও গেমস থেমে থাকবে না ।

গেমস এগিয়ে যাবে । গেমসটির গেমপ্লে টা আমার কাছে অনেক ভালো লেগেছে ।
এই গেমসে গাড়ি চালাতে আমি অনেক মজা পেয়েছি ।   গাড়ির হ্যান্ডলিং অনেক ভালো । আর ১৯৪০ সালের একটি সুন্দর  লস অ্যাঞ্জেলস শহরকে ভালভাবে  ফুটেয়ে তুলেছে রকস্টার গেমস  ।

এছাড়াও আছে চমৎকার স্টোরিলাইন ।
গেমস টি নির্মাণ করেছে টিম বোন্ডি । এবং প্রকাশ করেছে জনপ্রিয় গেমস কোম্পানি রকস্টার গেমস । গেমসটি ১৭ মে ২০১১ তে প্রথম মুক্তি পায় প্লে স্টেশন থ্রিতে এবং এক্সবক্স ৩৬০ এ ।
গেমার কে ৫ ধরনের কেসের মুখোমুখি হতে হবে ।

প্রতিটি কেসে ভিন্নতার স্বাদ পাওয়া যাবে । মূলত পুলিশ ডিপার্টমেন্টের ডেস্কের ভিন্নতা অনুসারে কেস গুলো সাজানো হয়েছে ।
১। পেট্রল
২। ট্রাফিক
৩।

হোমিসাইড
৪। ভাইস
৫। আরসন
প্রতিটি কেসে অনেকগুলো স্টোরি রয়েছে ।
গেমসের মূল চরিত্র হলো কোল ফ্লেপ্স । ৫ টি দেস্কে তার ৫ জন পার্টনার হয় ।

আর প্রতিটি ডেস্কে তার একজন করে ক্যাপটেন থাকে । যারা কেসের যাবতীয় কাজ দেয় ।
১। রালফ ডুন (পেট্রল)
২। স্টেফান বেকওয়াস্কি ( ট্রাফিক)
৩।

রাসটি গেলোয়ে  (হোমিসাইড)
৪। রয় আর্লি (ভাইস)
৫। আর্চি কল্মিয়ার (আরসন)
কোল ফ্লেপ্স
রালফ ডুন
স্টেফান বেকওয়াস্কি ( ট্রাফিক)
রাসটি গেলোয়ে (হোমিসাইড)
রয় আর্লি (ভাইস)
আর্চি কল্মিয়ার (আরসন)
গেমসের ঘটনা বলে শেষ করা যাবে না । ঘটনা বলতে গেলে সব কেসের ঘটনা বলতে হবে । তাও ছোট করে বলে দেই মূল ঘটনাটি ।

এই গেমসের মূল চরিত্র হলো কোল ফ্লেপ্স । সে প্রথমে একজন পেট্রোল পুলিশ থাকে । বিভিন্ন কেসের সমাধান করতে করতে তার পদোউন্নতি ঘটতে থাকে ।   তাকে বিভিন্ন সড়ক দুর্ঘটনার কারন এবং বিভিন্ন মার্ডার কেসের অনুসন্ধান করতে হয় । তাকে সাহায্য করার জন্য থাকে তার পার্টনাররা ।

সে বিভিন্ন টিপস তার পার্টনারের কাছ থেকে পায় ।
১৯৪৭ সালে পেট্রোল পুলিশ ডেস্কের নতুন কোল ফ্লেপ্স  তার পার্টনার রালফ ডুনকে সঙ্গে নিয়ে একটি দুর্ঘটনা স্থলে যায় । দুর্ঘটনা স্থলে গিয়ে তাড়া বুঝতে পারে যে ওই স্থানে কোন খুন হয়েছে । তারা সেই হত্যাকাণ্ডের অনুসন্ধানে সফলতা পায় ।
তারপর সে পদোউন্নতি পেয়ে হোমিসাইড ডেস্কে যায় ।

আন্দ্রু নামক একজন সিরিয়াল কিলারকে গ্রেফতার করে । ওই সিরিয়াল কিলার বাস্তবে ১৯৪৭ সালের ব্ল্যাক দালিহাকে হত্যা করার জন্য শাস্তি পেয়েছিলো ।
এভাবে সে বিভিন্ন ডেস্কের কেসের অনুসন্ধান করে । এক কথায় গেমসটির স্টোরিলাইন অনেক উন্নত এবং সামঞ্জস্যপূর্ণ । আমি মনে করি যে , এই গেমস যে খেলবে তার অবশ্যই স্টোরিলাইনটি অনেক ভালো লাগবে ।


Operating System :  Windows 7 / Windows Vista Service Pack 1 / Windows XP Service Pack 3
Processor :  Intel Dual Core 2.2GHz / AMD Dual Core 2.4Ghz
Video Card : NVIDIA GeForce 8600 GT 512MB / Radeon HD 3000 512MB
Memory : 2GB
Hard Disk : 16GB
Operating System: Windows 7 / Windows Vista Service Pack 1 / Windows XP Service Pack 3
Processor :  intel Quad Core 3.2GHz
Video Card : NVIDIA GeForce GTX 580 1536MB / : Radeon HD 6850 1024MB
Memory : 8GB
Hard Disk :  16GB



































সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.