আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষসেরার লড়াইয়ে রোনালদো রিবেরি ও মেসি

ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ২৩ জনের তালিকা থেকে সোমবার এই তিন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে।
তিন তারকার মধ্যে কে পাবেন সোনার বল তা জানা যাবে জুরিখে ১৩ জানুয়ারির অনুষ্ঠানে। বার্সেলোনার তারকা ও আর্জেন্টিনার অধিনায়ক মেসি গত চার বছর টানা এ পুরস্কার জিতেছেন। তবে এবার তাকে ভালোভাবেই চ্যালেঞ্জ জানিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো ও ব্রায়ান মিউনিখকে ট্রেবল জেতানো ফ্রাঙ্ক রিবেরি।
বর্ষসেরা কোচের ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো সাবেক কোচ ইয়ুপ হাইনকেস,ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও চ্যাম্পিয়ন্স লিগ রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ।


বিজয়ীরা নির্বাচিত হবে জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে। তিন বছর পর ফিফার নিজস্ব পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর।


এর পর থেকে প্রতিবারই এ পুরস্কার জিতেছেন বার্সেলোনা ফরোয়ার্ড মেসি।

তবে এ মৌসুমে দারুণ ফর্মে থাকা ২৮ বছর বয়স্ক রোনালদো পুরস্কারের অন্যতম দাবিদার। আর পর্যাপ্ত অংশগ্রহণ না হওয়ার কথা বলে ফিফা ভোট দেয়ার সময় ১৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাড়ানোয় তার সম্ভাবনা আরো বেড়ে গেছে। এ সময়ের মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে পর্তুগাল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।