আমাদের কথা খুঁজে নিন

   

পারলে দেশটারে গর্‌ভবতী কইরা দেন

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম।

ধরেন কোন এক ললনা একইসাথে দুই যুবকের সহিত প্রেম-ভালবাসার সম্পর্‌ক চালাইয়া যাইতাছে ! যাইতাছে তো যাইতাছে খুব ভালা কইরাই যাইতাছে। একে অন্যের কোন চাওয়াই অপূর্‌ণ রাখে না, সব পূরণ কইরা দেয় ! সেই আশা পূরণের কার্‌যক্রমের মইধ্যে একদা এক যুবক চাহিলো সেই ললনার সহিত অন্তরঙ্গ সম্পর্‌কে জড়িত হইবে। যথারীতি ললনা তার আশা পূরণ কইরা দিলো ! পুরষ্কার স্বরুপ ললনাকে যুবক গর্‌ভবতী কইরা দিলো !!! এইডা কোন কতা ! একজন অন্তরঙ্গ হইবো আরেকজন তরঙ্গে ভাসবো তা কী হয় ? ভাল তো দুই যুবকই বাসে ! তাই এইবার দ্বিতীয় যুবকের পালা, ল্যাও ঠেলা !!! ললনা তাহার দ্বিতীয় প্রেমিকের আশা পূরণ করাতেও অপারগতা প্রকাশ কইরলো না ! তাকেও সব বিলিন কইরা দিলো, কিন্তু এইবার পুরষ্কারটা সুখকর হইলো না ! ললনা এইডস'এর রোগী হইয়া গেলো !!! ইহাতে ললনা তো ধ্বংস হইলোই তার প্রথম প্রেমিকের পুরষ্কারটাও অকালে বিলিন হইয়া গেলো !!! এইডা তো হইলো প্রোমো ! আসল কতা কমু অহন ! আপনে কি দেশটারে ভালবাসেন ? তাইলে আগামি নির্‌বাচনে দেশের সাথে অন্তরঙ্গ হবেন ভেবে নিজের ব্লাডটা টেস্ট কইরা নিয়েন। মানে নিজেরে যাচাই কইরা নিয়েন ! যদি আপনার রক্তে এইডস (!) থাকে তাইলে ভাই দূরে গিয়া মরেন, এই দেশটারে আর মাইরেন না ! এই দেশের আগামী নষ্ট কইরা দিয়েন না !!! এক কথায় আপনার মতন প্রেমিক (!) এই দেশের লাগবো না, ভালা ওইতারেন্নি দেহেন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.