আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ক্ষমতাধর নারীগণ

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
park geun hye - দক্ষিণ কোরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি। ক্ষমতায় আসেন ডিসেম্বর ১৯, ২০১২ সালে। ইন্দিরা গান্ধী- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ক্ষমতায় ছিলেন ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত।

golda meir-ইসরাইলের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৬৯ সালে ক্ষমতায় আসেন। Isabel peron-ল্যাটিন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ক্ষমতায় ছিলেন ১৯৪৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। বেনজির ভুট্টো- পাকিস্তানের দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী।

তার শাসনকাল ছিল ১৯৮৮-১৯৯০ ও ১৯৯৩-১৯৯৬ পর্যন্ত। মার্গারেট থেচার-আইরন লেডি নামে খ্যাত। ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ক্ষমতায় ছিলেন ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত। ellen john sirleaf- লাইবেরিয়ার প্রাত্কন প্রধানমন্ত্রী এবং আফ্রিকার প্রথম নারী রাষ্ট্রপতি হন ২০০৬ সালে।

Johanna sigurdardottir-আইসল্যান্ডের বর্তমান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচিত হন ২০০৯ সালে। তিনি একজন সমকামী। দিলমা রোজ-ব্রাজিলের প্রথম নারী প্রধানমন্ত্রী। জানুয়ারী ২০১১ থেকে ক্ষমতায় আছেন।

ইয়াংলাক সিনাওয়াত্রা- থাইল্যাণ্ড-২০১১ শ্রীমাভো বন্দরনায়েকে-শ্যীলংকা এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ১৯৬০ সালে। ক্রিষ্টিনা ফার্নান্দেজ-আর্জেন্টিনার প্রধানমন্ত্রী ২০০৭ সালে। কোস্টারিকার প্রেসিডেন্ট [img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/sufia_1386670717_14-mother-teresa.jpg মাদার তেরেসা সোনিয়া গান্ধী, ভারত অং সান সুকি ও হিলারী ক্লিনটন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.