আমাদের কথা খুঁজে নিন

   

এবার যুক্তরাজ্য বিএনপি সরব বিহারী হত্যার বিচারে!

আমার সোনার দেশ, বাংলাদেশ

থবরঃ এবার যুক্তরাজ্য বিএনপি সরব বিহারী হত্যার বিচারে! ইষ্ট লন্ডন আলতাব আলী পার্কে এই দাবীর জন্য আয়োজন করে একটি সমাবেশ। সমাবেশের একটু দূরে দুই লোকের মধ্যে কথা হচ্ছে। এদের একজন আমজনতা আর একজন সমাবেশের সমর্থক। আমজনতাঃ বাহ্ বাহ্ এটাও দেখা বাকি রইল। সমাবেশ সমর্থকঃ দেখছো কি দেখাতো মাত্র শুরু।

আমজনতাঃ ক্যান ভাই আর কি দেখা বাকি আছে। সমাবেশ সমর্থকঃ ৭১ সালে রাজাকার হত্যার বিচারেও আমরা সরব হব। আমজনতাঃ আর সমাবেশ সমর্থকঃ এখন যত রাজাকারকে ফাঁসি দেয়া হচ্ছে তাদের হত্যার বিচারেও আমরা সরব হব। আমজনতাঃ আর সমাবেশ সমর্থকঃ ৭১ সালে আমাদের প্রিয় মাতৃভূমি পশ্চিম পাকিস্থানের সাথে যুদ্ধ করার কারনে সে সব যুদ্ধাপরাধীদের বিচারেও আমরা সরব হব। আমজনতাঃ আর সমাবেশ সমর্থকঃ ওই সময় আমাদের প্রিয় মাতৃভূমি পশ্চিম পাকিস্থানের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষনার জন্য শেখ মুজিবের মরনোত্তর বিচারে আমরা সরব হব।

আমজনতাঃ ক্যান ভাই এতদিনতো আপনারা বলতেন জিয়াই স্বাধীনতার ঘোষক। সমাবেশ সমর্থকঃ জিয়ারে ঘোষক বানাইয়াতো কোন লাভ হইল না। সাধারণ পাবলিক তো সত্যটা যানে। আমজনতাঃ আর কার কার বিচারে সরব হবেন সমাবেশ সমর্থকঃ ৭১ সালের যুদ্ধে সমর্থনের জন্য সব পূর্ব পাকিস্থানিদের বিচার হবে তবে আমরা আর রাজাকার এবং তাদের বংশদর ছাড়া। আমজনতাঃ তাইলে ভাই আর বাকি থাকল কি? সমাবেশ সমর্থকঃ বাকি আর থাকল কই তারপর আমরা পশ্চিম পাকিস্থান আর পূর্ব পাকিস্থান মিলে মিশে প্রতিদিন উৎসব পালন করব।

আমজনতাঃ ভাই প্রতিদিন উৎসব ক্যান? সমাবেশ সমর্থকঃ আরে মিয়া দেখেন না পশ্চিম পাকিস্থানে প্রতিদিন বোমা পুটাইয়া উৎসব করা হয়। যেমন জুমার নামাযের সময়, জানাজা নামাজের সময়, বাসে, ট্রেনে এরকম আরো হাজারো রকমের উৎসব হবে এনশাল্লাহ্।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.