আমাদের কথা খুঁজে নিন

   

গুগল মানচিত্রে নিজের তোলা রাস্তার দৃশ্য

সার্চ ইঞ্জিন গুগল এবার গুগলের মানচিত্র ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। বিশেষ নতুন প্রোগ্রামের (টুলস) সাহায্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ব্যবহারকারীরা নিজের তোলা ছবি দিয়ে রাস্তার দৃশ্য (স্ট্রিট ভিউ) তৈরি করতে পারবেন। শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোনই নয়, চাইলে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফল্যাক্স (ডিএসএলআর) ক্যামেরায় তোলা ছবির সাহায্যেও গুগল ম্যাপসে এ কাজটি করা যাবে। গুগল ম্যাপসে মানচিত্রসহ গুগলের স্ট্রিট ভিউ অর্থাৎ রাস্তার আশপাশের দৃশ্য দেখার সুবিধা রয়েছে। এ সুবিধাটি ৩৬০ ডিগ্রি পদ্ধতিতে দৃশ্য দেখা যায়, যার সাহায্যে একটি ভার্চুয়াল ভ্রমণ করা সম্ভব।

৩৬০ ডিগ্রি পদ্ধতিতে দেখার ফলে একই স্থানে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য দেখা সম্ভব।
এক ব্লগে সম্প্রতি গুগল জানিয়েছে, বর্তমানে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অনেকেই গুগলের স্ট্রিট ভিউ সুবিধা ব্যবহার করেন। বর্তমানে স্ট্রিট ভিউয়ের জন্য তৈরি বিশেষ এ টুলস ব্যবহার করে বিভিন্ন ছবি যুক্ত করা ও প্রকাশ করার মাধ্যমে নিজস্ব স্ট্রিট ভিউ তৈরি করতে পারবেন ব্যবহারকারী। এতে নিজের এলাকা স্ট্রিট ভিউতে খুঁজতে বিশেষ সুবিধা হবে। গুগলের এমন উদ্যোগের ফলে গুগল ম্যাপসের ব্যবহার আরও বাড়বে বলে মনে করছে গুগল কর্তৃপক্ষ।

টুলসের পাশাপাশি আলোকচিত্রী ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্ট্রিট ভিউ তৈরির এ সুবিধা ব্যবহার করে বিভিন্ন ধরনের স্ট্রিট ভিউ অভিজ্ঞতা পাবে বলেও জানিয়েছে গুগল। বর্তমানে স্মার্টফোনের ব্যবহার বাড়ায় অনেকেই ডিজিটাল ম্যাপের সাহায্যেই গন্তব্য খুঁজতে বেশি আগ্রহী। আর এ সুযোগ আরও ভালোভাবে কাজে লাগাতেই গুগলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —বিবিসি অবলম্বনে কাজী আলম

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.