আমাদের কথা খুঁজে নিন

   

আদালতপাড়ায় বোমাবাজি

বিরোধী দলের অবরোধ ও জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে বুধবার সকালে সিএমএম কোর্ট সংলগ্ন এলাকা ও বাড্ডায় হাতবোমার বিস্ফোরণ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার এসআই মানব ঘোষ জানান, সকাল ৯টার দিকে সিএমএম কোর্টের সামনের রাস্তায় বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ফাইল ছবি প্রত্যক্ষদর্শী পান দোকানদার আব্দুর রহিম জানান, সিএমএম কোর্ট সংলগ্ন পুলিশ ক্লাবের পাশে দুটি এবং বনফুল মিষ্টির দোকানের সামনে ৭/৮টি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ফাইল ছবি
কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মানব।


এদিকে সকাল পৌনে ৯টার দিকে বাড্ডার শাহাদাতপুর এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা একটি মিছিল বের করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির জানান, এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা যায়নি।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকার দাবিতে গত শনিবার থেকে টানা অবরোধ পালন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।


এদিকে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা দলের নেতা আব্দুল কাদের মোল্লার মুক্তির দাবিতে বুধবার সারা-দেশে হরতাল ডেকেছে বিরোধী দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী।
মঙ্গলবার রাতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়া হলেও শেষ মুহূর্তে আদালতের নির্দেশে তা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত হয়।
কাদেরের ফাঁসি কার্যকরের প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ার পর রাতে দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীরা সহিংসতা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.