আমাদের কথা খুঁজে নিন

   

LiFe H@cks!!!! part -1



আজকে কিছু লাইফ হ্যাক নিয়ে কথা বলব লাইফ হ্যাক হল দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করে নিজের জীবন আরো সহজ করে তোলা। কিংবা একটি জিনিসের বিবিধ ব্যবহার। এটি মূলত কিছু ট্রিক্স নিয়ে আলোচনা। ১. স্ক্রু খুলতে সমস্যাঃ অনেক সময় দেখা যায় কোন যন্ত্রপাতি খুলতে গেলে কোন না কোন স্ক্রু নস্ট হয়ে যায়। অর্থ্যাত ড্রাইভার দিয়ে ঠিক মত খোলা যায় না।

সেক্ষেতে স্ক্রুর উপর একটা রবার ব্যান্ড রেখে জোরসে ড্রাইভার দিয়ে চেপে ধরেন এবং খুলে ফেলেন। কাজ হয়ে যাবে। ২. নিজের স্মার্টফোনের জন্য স্টাইলাস (কলম) তৈরীঃ স্মার্টফোনে পেইন্টিং এপ আছে, কিন্তু তার জন্য স্টাইলাস নেই :'( (ইস! যদি একটা নোট ৩ থাকত!!) চিন্তা কি? চিপসের প্যাকেট কেটে এলুমিনিয়াম সাইডটা যেকোনো কলমে পেচিয়ে স্কচটেপ বা রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে নিন। ব্যাস হয়ে গেলো আপনার নিজস্ব স্টাইলাস ৩. বাথরুমের শাওয়ার ঠিক করাঃ একটা পলি ব্যাগে কিছু ভিনেগার ঢালুন। এরপর শাওয়ার এর মুখ ভিনেগার এ ঢুকিয়ে প্যাকেট রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে দিন / ধরে রাখুন (ছবির মত) এভাবে ১৫ মিনিট ধরে রাখলে শাওয়ার ঠিক হয়ে যাবে, একদম নতুনের মত।

৪. জানালার গ্লাস পরিষ্কারঃ গ্লাসে ময়লা জমেছে কিন্তু পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার নেই? সমস্যা কি? একটা টিস্যুতে কোকা-কোলা ঢেলে তা দিয়ে গ্লাস পরিষ্কার করে ফেলুন। কিছুক্ষণ এইভাবে রেখে পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন, গ্লাস পরিষ্কার হয়ে যাবে! ৫. বন্ধ করে ফেলা খাম খুলে ফেলাঃ কাউকে চিঠি লিখেছেন/ কোন কুইজে অংশগ্রহণ করেছেন, কিন্তু এটাচমেন্ট না ঢুকিয়েই খাম বন্ধ করে ফেলেছেন? সমস্যা নেই, বন্ধ খাম ডিপ ফ্রিজে ৩০মিনিটের জন্য রেখে দিন। ব্যাস খাম খুলে যাবে ৬. পার্টি ড্রিংক্সের বোতলের কর্ক খোলাঃ বাসায় পার্টি হচ্ছে? কর্ক লাগানো ড্রিংক্স (হেভেন / শ্যাম্পেন) এনেছেন কিন্তু খোলার যন্ত্র নেই? চিন্তা কি? মোটা স্ক্রু কর্কের মধ্যে ঘুরিয়ে ঢুকান, এরপর প্লাস দিয়ে টেনে বের করুন। বোতলের কর্ক খুলে যাবে ৭. পেয়াজ কাটার সময় কান্নাকাটি :'( না করাঃ পেয়াজটি কাটার ১৫ মিনিটের জন্য ফ্রীজে রেখে দিন। আর চুইংগামও চিবাতে হবে না, মুখ বড় করে :O নিঃশ্বাসও নিতে হবে না।

৮. পানি পাত্রের বাইরে পড়বে নাঃ পানি গরম করার সময় উতলিয়ে পাত্রের বাইরে পরে যায়, এ থেকে রেহাই পেতে হলে পাত্রের ঊপর একটা বড় কাঠের চামচ রেখে দিন। পানি আর বাইরে পড়বে না ৯. এক পাত্র থেকে অন্য পাত্রে লিকুইড ট্রান্সফারঃ একটা পলিথিন এর ব্যাগে কোণার দিকে ছোট একটি ছিদ্র করুন। এরপর সেই ব্যাগটি ফানেল হিসেবে ব্যবহার করুন ১০. কফি মেশিনের মত কফি তৈরীঃ কফি মেশিন দিয়ে তৈরী কফি খেতে কার ভালো লাগে না? কিন্তু সবার সেই রকম কফি মেশিন নেই। সেজনে কফি মগের উপর ফিল্টার পেপার রেখে তা রবার ব্যান্ড দিয়ে মগের চারপাশে আটকিয়ে দিন। এরপর কফি ঢেলে তার উপর গরম পানি ঢালতে থাকুন।

এভাবে তৈরী করতে পারেন কফি মেশিনের মত কফি। ১১. বইয়ে পানি পড়লেঃ বই বা ম্যাগাজিনের উপর পানি পড়লে তাৎক্ষণিক ভাবে যদি সেই পেজ এর মধ্যে ওয়াক্স পেপার / ট্রেসিং পেপার রেখে দেন তাহলে পেজ একসাথে আটকে যাবে না। ১২. দেওয়ালে পেরেক লাগানো পর স্পটঃ দেওয়ালে পেরেক লাগানোর পর তা উঠিয়ে নিলে একটা গর্ত থাকে। সাদা দেওয়ালে তা দেখতে খারাপ লাগে বটে। সেজন্য সেই গরতে টুথ পেস্ট মেখে দিলে আর খারাপ লাগবে না আশা করি।

[IMG]http://i.imgur.com/t2PcaTZ.png[/IMG] ১৩. রান্নার সময় রেসিপি বুক ফলোঃ রান্না করছেন রেসিপি বুক দেখে। কিন্তু বই ডেস্কে রাখতে পারছেন না? সমস্যা কি? একটা কোট হ্যাঙ্গার এর বই আটকে তা কোথাও ঝুলিয়ে নিন, ব্যাস হয়ে যাবে সমাধান। আজ এই পর্যন্তই। আগামীতে আরো চমকপ্রদ লাইফ হ্যাক নিয়ে আসব। অনেকেই পোস্ট পরে চমকৃত হচ্ছেন।

কি সোজা তাই না? এতে কিন্তু খুব একটা টাকা পয়সা খরচ হয় না। এগুলো তো সিম্পল হ্যাক। পরবর্তীতে থাকবে আরো হ্যাক। * ভালো লাগলে কি প্লাস আশা করা অমার্জনীয় অপরাধ? সুত্রঃ CrazyRussianHack Householdhhacker

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।