আমাদের কথা খুঁজে নিন

   

টাইলসের ফোর শিশু নির্যাতনের হাতিয়ার

এমন কোন মা বাবা কি আছেন যিনি অত্যন্ত ঠান্ডা মাথায়, কোন অপরাধ ছাড়া তার দুগ্ধপোষ্য শিশুকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবেন? রক্তাক্ত করে দেবেন? বা পিটিয়ে ঠোট কেটে দেবেন? দাত ভেঙ্গে ফেলবেন? এমন কাজ নিশ্চয়ই কোন পশুও করবেনা। কোন পাগল পিতামাতাও করে কি-না সন্দেহ। কিন্তু এই পাশবিক, পাষন্ডের মত কাজটা আমরা অনেকেই করছি । নিতান্ত নিরূপায় হয়ে। আমিও করছি ।

কিভাবে? আমার ঘরে দুই বছরের একটি শিশু আছে। আমার ঘরের ফোর টাইলসের। গতকালও আমার শিশুটি টাইলসের ফোরে পা পিছলে পড়ে গিয়ে মাথার পেছন কেটেছে। রক্ত বের হয়েছে। ভীষন ফুলে উঠেছে।

এর আগেও সে একবার পড়ে গিয়ে ঠোট কেটেছে। এ পর্যন্ত যতবারই সে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে তার প্রতিবারেরই কারণ ছিল টাইলসের ফোর। টাইলসের ফোর সামান্য ভেজা থাকলে, পানি পড়লে শিশুরা তার ওপর পা ফেললেই স্লিপ কাটে। বলতে পারেন ফোর শুকনা রাখলেই পারেন। কিন্তু তা সম্ভব হয়না সব সময়।

যেমন আমার শিশুটি বেশ কয়েকবার নিজে হিসু করে তার ওপর নিজেই পড়ে গেছে। টেবিল থেকে পানি খেতে গিয়ে ফোরে পানি ফেলে নিজেই তার ওপর পড়ে গেছে। এমনকি আমি একবার ভেজা পায়ে বাথরুম থেকে বের হয়ে ফোরে হেটেছি। সেই পায়ের পানিতেও সে একবার পড়ে গিয়েছে। এসব থেকে আমার মনে হয়েছে টাইলসের ফোরের কারনেই এসব হয়েছে।

টাইলসের ফোর শিশুদের দুশমন। এভাবে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেলে শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানসিক ভারসাম্যহীন এমনকি মৃত্যুও হতে পারে। আমার শিশুটি এভাবে আঘাত প্রাপ্ত হওয়ায় আমি মারাত্মকভাবে ব্যথিত হয়েছি। কিন্তু কিছু করতে পারিনি।

আমি নিতান্ত অসহায়। গত পাঁচ বছরে তিন /চার বার বাস বদলিয়েছি। কিন্তু সব বাসাতেই টাইলসের ফোর । আমার অনুরোধ যারা বাড়ি বানান তারা যেন বাসায় পিচ্ছিল টাইলস না বসান। অনেক টাইলস আছে যাতে পানি পড়লেও স্লিপ করেনা।

হয় সে ধরনের টাইলস বসান না হয় টাইলস পরিহার করুন। শিশুদের প্রতি সদয় হোন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।