আমাদের কথা খুঁজে নিন

   

টেলরের দাপট ওয়েলিংটনেও

শুরু আর শেষটা বাদ দিলে পুরো দিন দাপটের সঙ্গেই ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। রস টেলর টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের এটি তার ১০ম সেঞ্চুরি। অবশ্য টেলরের স্কোর ছাড়া হাহাকার করছে স্বাগতিকদের স্কোরকার্ড। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩০৭ রান করেছে কিউইরা।

এরমধ্যে ১২৯ রানই এসেছে রস টেলরের ব্যাট থেকে। বাকিরা কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। কাল দিনের শুরুতেই নিউজিল্যান্ডকে চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ। সকালে ময়েশ্চারকে কাজে লাগিয়ে ক্যারিবীয় বোলাররা মাত্র ২৪ রানেই নিউজিল্যান্ডের দুই উইকেট তুলে নেয়। তারপর কেন উইলিয়ামসন, অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম ও কোরি অ্যান্ডারসনের সঙ্গে তিন হাফ সেঞ্চুরি জুটি গড়েন টেলর।

নিউজিল্যান্ডকে বড় স্কোরের স্বপ্ন দেখান। কিন্তু শেষ বিকালে দুই উইকেট দ্রুতই হারিয়েছে কিউইরা। দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে রস টেলরকে প্যালিয়নে পাঠিয়ে খানিকটা স্বস্তিতেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামির বুকের ওপর চেপে থাকা বড় পাথরটা যেন সরে গেছে। তাই প্রথম দিন শেষে নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ - কোনো দলকেই এগিয়ে রাখার উপায় নেই।

তবে দিনটা যে রস টেলরের ছিল তা বলাই যায়। শিলিংফোর্ডের বলে আউট হওয়ার আগে ২২৭ বলে ১২৯ রান করেন টেলর। ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সপ্তম কিউই ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান পূরণ করেছেন টেলর। নিউজিল্যান্ডের হয়ে দ্রুতগতি ৪ হাজার রান করেন মার্টিন ক্রো, ৫০ টেস্টের ৮৭ ইনিংসে।

আর টেলরকে খেলতে হয়েছে ৫২ টেস্টের ৯২ ইনিংস। তবে দশের অধিক সেঞ্চুরি করা নিউজিল্যান্ডের ৪র্থ ব্যাটসম্যান তিনি। শেষ কয়েক বছরেই পাঁচটি সেঞ্চুরি করেছেন টেলর। তবে গ্রাহাম ডাউলিং ও জেসি রাইডার্সের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন টেলর। সিরিজের প্রথম টেস্টে টেলরের ডাবল সেঞ্চুরির পরও জিততে পারেনি নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ড্যারেন ব্রাভোর ডাবল সেঞ্চুরিতে পাল্টে যায় চিত্র। জয়ের খুব কাছে গিয়েও জিততে পারেনি নিউজিল্যান্ড।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।