আমাদের কথা খুঁজে নিন

   

মুসেলিনি বললেন

'জনতা অনেকখানি নারীর মতো, তারা শক্তিশালী মানুষকেই পছন্দ করে, বললেন মুসেলিনি। মুসেলিনিকে কেউ পছন্দ নাও করতে পারেন, যেমন আমি তাকে পছন্দ করি। ' এ কথা বলার বলার পর অনেক বন্ধুই প্রশ্ন করেছেন, কেন তাকে পছন্দ করি? প্রশ্ন করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এক বাক্যে এ প্রশ্নের উত্তর দেবার সাধ্য আমার নেই। অনেক বলতে হবে, অনেক।

তাছাড়া মুসেলিনিকে আমার পছন্দ হয়েছে তার দর্শনচেতনার আলোকে। ঠিক ঐ একটি বাক্যে কারণে নয়। কারণ, বহুবিধ। শতপৃষ্ঠা পাঠ করে, বুঝে, মনে হলো, তার সময়ের অন্য নেতাদের চিন্তাগুলো আমাকে টানছে না। হুম, হিটলার তার মিত্র, ঠিক।

কিন্তু, রুজভেল্ট, চার্চিল, স্টালিন বা অন্য যারা বহির্দেশেও প্রভাব বিস্তারকারী সে-সময়ের নেতা, তার মধ্যে মুসেলিনির চিন্তাজগতের বাস্তবতাকে আমার বাস্তব মনে হয়। এটা আমার নিজের মনে করা। সে কারণেই, একটি বাক্যের স্ট্যাটাসে আমি লিখেছিও, 'মুসেলিনিকে কেউ পছন্দ নাও করতে পারেন'। তাই না? 'যেমন আমি পছন্দ করি' লিখেছি। আসলেই করি।

কারোর সঙ্গে তর্কে লিপ্ত হবার জন্য তাকে পছন্দ করি না, করি মুসেলিনির চিন্তার সত্য-ধৃতির কারণে। আমার মনে করারই অংশ, আমার হোয়াটস অন মাই মাইন্ডের অভিব্যক্তিটা। সুতরাং, 'তর্কে বহুদূর' যেতে চাই না, অনেক কাজ পড়ে আছে আলস্যের দায়ে। আমি মুসেলিনির ভক্ত, পাঠ করে, নিজের ভাবনা মোতাবেক। তাছাড়া আমি ব্রিটিশ জাতিসত্বা, আমেরিকান জাতিসত্বা তেমন পছন্দ করিও না।

ইটালিয়ান ওদের চেয়ে কম মাস্তান, কম ছিনতাইকারি, কম খুনি বিশ্ব সভ্যতায়--এটাও আমার মত। সো, আবারও জানাই, মুসেলিনিকে পড়তে খুব ভাল্লাগতেছে। মুসেলিনিকে সব মিলিয়ে ক্রিয়েটিভ মনে হচ্ছে... কী করব? যেমন, কেউ আমাকে পছন্দ করবে, কেউ করবেই না। কিচ্ছু করার আছে? যেমন, আমি রাজাকারদের অপছন্দ করি। বাংলাদেশে রাজাকারদের প্রশ্রয়দানকারিকেও পছন্দ করি না।

তাতে আমি কারো অপছন্দের লোক হতেই পারি... সুতরাং, মওদুদিকে আমি পছন্দ করি না। তার চিন্তার ঔরসজাতদের কথা তো বললামই, তারা রাজাকার...পশ্চাৎমুখি চেতনায় গণহত্যাকারি। কিন্তু, এই মাল, মুসেলিনি! কত কী কঠিন সত্যকে প্রকাশ্যে বলে গেছেন... ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.