আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজী ভাষা আর্ন্তজাতিক হলে বাংলা ভাষা কি?

সসকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

ইংরেজী ভাষাকে আর্ন্তজাতিক কে করেছে? ভাষা কি কখনও আর্ন্তজাতিক হয়? ভাষা ভাষাই।

ওরা ভাষাকে পন্য করার পর থেকেই বিধাতা ওদের উপর অনেক বেশী চটেচেন। ওরা বোঝে না ভাষা হল মনের ভাব প্রকাশ। বাঙালীরা যে ভাষায় তাদের ভাব প্রকাশ করে তা হল বাংলা। বাংঙালী কে তোদের ভাষা শিখিয়ে মুল্যবান সময় নষ্ট করছিস কেনো? সাধারণ মানুষকে গিনিপিগ বানানোর চেষ্টা করেছিস? এখন থেকে সবাইকে বাংলায় কথা বলতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাভাষায় সবকিছু শিখবে ও জানবে।

ওদের ভাষা ইংরেজী শিখে আমাদের কোনো লাভ নেই। ওরা দরকার হলে আমাদের সাথে বাংলায় কথা বলবে। আজ থেকে প্রতিজ্ঞা করো কোনো বাঙালী ইংরেজদের সাথে ইংরেজীতে কথা বলবে না। ভাষার কোনো বংশ মর্জাদা নেই। সকল এয়ারপোর্ট কর্মকর্তাদের বলছি তোরা তারাতারি এয়ারপোর্ট ঘেরাউ দিয়ে রাখ।

আমার বাংঙালী বিদেশে যাবে কেনো? বিদেশকে আমাদের কাছে নিয়ে আসবো। ভাষা নিয়ে ব্যবসা করা যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।