আমাদের কথা খুঁজে নিন

   

নাসিম মুন্না ইসহাক তানভীর ও স্বপন বেসরকারীভাবে এমপি নির্বাচিত

মনোনায়ন পত্র বাতিল ও প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় আগামী ১০ম জাতীয় নির্বাচন শুরু হওয়ার আগেই সিরাজগঞ্জের ৬টি আসনের ৫টিতেই আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

আজ সন্ধ্যার পর জেলা প্রশাসক রির্টানিং অফিসার মোঃ বিল্লাল হোসেন প্রধান নির্বাচন অফিস থেকে সদ্ধিান্ত ও মতামত নেবার পর তাদেরকে বেসরকারীভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।

নির্বাচিতরা হলেন, সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর) সাবেক স্বরাস্ট্র মন্ত্রী আ'লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিত্সক প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) গাজী ইসহাক হোসেন তালুকদার, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া)  প্রধানমন্ত্রীর সাবেক জন প্রশাসন উপদষ্টো এইচ.টি.ইমাম ছেলে তানভীর ইমাম ও সিরাজগঞ্জ-৬ (শাহাজাদপুর) আসনে সাবেক শিল্প উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসিবুর রহমান স্বপন।

অপরদিকে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আ'লীগ মনোনিত প্রার্থী মজিদ মন্ডল, স্বতন্ত্র সোনিয়া সবুর, স্বতন্ত্র আতাউর রহমান, জাতীয় পার্টির আবুল হাসনাত গোফরান ও একই দলের আবু বকর সিদ্দিকী বৈধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ৫ জানুয়ারী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।

এদিকে, ঘোষনার পর পরই সিরাজগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি চিকিত্সক মুন্না জেলা প্রশাসকের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জেলা আ'লীগের সাধারন সম্পাদক অ্যাডঃ কে.এম.হোসেন আলী হাসান, জাসদ প্রত্যাহার প্রার্থী আবু বকর ভূইয়া, অ্যাড. মাহবুব-এ-খোদা টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।   

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.