আমাদের কথা খুঁজে নিন

   

দল গোছান, সময় ৫ বছর আছে: খালেদাকে নাসিম

সমঝোতার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা না করে দল গুছিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন বিএনপি চেয়ারপারসন।

এর প্রতিক্রিয়ায় বুধবার আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিচ্ছি, এর মধ্যে ঘর গোছাক। তারপর আন্দোলন করুক। ”

বিএনপিবিহীন নির্বাচন হয়ে যাওয়ার পর দ্বিতীয় সংবাদ সম্মেলনে দেয়া খালেদার বক্তব্যকে ‘লড়াইয়ের মাঠে পরাজিত সেনাপতির আর্তনাদ’ বলে অভিহিত করেন তিনি।

“আপনার তো লজ্জা হওয়া উচিত।

আর কী আন্দোলন করবেন,” ভোট ঠেকানোর ঘোষণা দেয়া বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে বলেন নাসিম।

“তিনি (খালেদা জিয়া) শুধু পরাজিতই হননি, বিরোধী দলের নেত্রীর পদ হারিয়েছেন। অথচ তিনিই বলেছিলেন, শেখ হাসিনা নাকি বিরোধী দলের নেত্রীই হতে পারবেন না। ”

নাসিম বলেন, দশম সংসদে থাকতে না পেরে খালেদা ‘মনের জ্বালা’ থেকে ‘মিথ্যাচার ও বিষোদগার’ করেছেন।

সংবাদ সম্মেলনে খালেদা বলেছিলেন, তাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল।

ভোটের পর যৌথঅভিযানে বিএনপি নেতৃত্বাধীন জোটের নেতা-কর্মী হত্যাকাণ্ড নিয়ে খালেদার বক্তব্যের জবাবে ৫ জানুয়ারির নির্বাচনের আগে হরতাল-অবরোধে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ হত্যার বিষয়টি তুলে আনেন নাসিম।

সংবাদ সম্মেলনে এনিয়ে একটি কথাও বলেননি। দুইশ’র বেশি মানুষকে হত্যা ও জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হয়েছে; অথচ তিনি বলছেন, তার কর্মীকেই নাকি হত্যা করা হয়েছে। ”

দেশের বিভিন্ন স্থানে যৌথঅভিযান নিয়ে এই মন্ত্রী বলেন, “শান্তির জন্য মাঝে-মধ্যে শক্তি প্রয়োগ করতে হয়, আমরা তাই করেছি। ”

তিনশ’ নেতা-কর্মী হত্যার খালেদার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “কাউকে খুন করা হয়নি, কেউ গুমও হয়নি।

সন্ত্রাসী কেউ মারা যায়নি, খুনও হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে। ”

আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “তিনশ’ জনকে সরকার মেরে ফেলল, মিডিয়া দেখল না। উনি (খালেদা জিয়া) মিডিয়াকে অদক্ষ ও অযোগ্য মনে করেন?”

“খালেদা জিয়াকে আরো সংবাদ সম্মেলন করতে হবে, কারণ উনি তো সংসদে নেই। এছাড়া দৃষ্টি আকর্ষণের আর কোনো উপায় নেই।

ভিডিও বার্তা দেয়ার জন্য খালেদাকে ‘লেডি লাদেন’ এবং তার ছেলে তারেক রহমানকে ‘জুনিয়র লাদেন’ অ্যাখ্যা দেন মতিয়া।

১০ ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে সংবাদ সম্মেলনে খালেদার কোনো কথা না বলাকে রায়ে তার বিষয়ে বলা বক্তব্য ‘মেনে নেয়ার লক্ষণ’ বলে মনে করেন নাসিম।

“তাই খালেদা জিয়ারও এ ঘটনার জন্য বিচার করা উচিত। আমি চাই এর বিচার করা যায় কি না তা আইন প্রয়োগকারী সংস্থা পরীক্ষা করে দেখবেন। ”

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের পর্যবেক্ষণে ২০০৪ সালের এই ঘটনা ঘটার সময় প্রধানমন্ত্রী হিসেবে জেনেও নীরব থাকা ‘রহস্যজনক’ বলে উল্লেখ করা হয়েছে।

খালেদাকে ‘সঠিক’ পথে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, “মাথা ঠাণ্ডা করুন, শান্ত হন। সুস্থ রাজনীতি করুন, যেন মানুষ মনে করে আপনি সঠিক পথে এসেছেন।

“উস্কানি দেবেন না। পাঁচ বছর অপেক্ষা করুন। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে।

সেই নির্বাচনে অংশ নেবেন। ”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।