আমাদের কথা খুঁজে নিন

   

কেউবা হাসছে ,কেউবা কাদছে !!! কিছু প্রশ্ন ? মনের গহীনে ! কারণ আমি একজন আইনের ছাত্র । উত্তর খুজতেছি.......

আমি বিশেষ কোন ব্যক্তি না, আমার সম্পর্কে বলার কিছুই নেই।

মুক্তি যুদ্ধ দেখেনি ।কিন্তু ইতিহাস পড়েছি নিজ উদ্যোগ অনেক । তাই অবশ্যই রাজাকার, আলবদর, আশসমস সহ সকল যুদ্ধ অপরাধীর সুস্পষ্ট নিরপেক্ষ সত্যিকারের বিচার চাই । কিন্তু কিছু প্রশ্ন বার বার মনের মধ্যে ঘোরপাক খাচ্ছে । তাই স্টাটাসটি দিলাম আপনাদের বিবেচনার জন্য । √ এটাই কি সত্যকারের ‘মিরপুরের কসাই’ কাদের ? √ চল্লিশ বছর এই কুখ্যাত কাদের কসাইয়ের নামে কোথাও কোন মামলা তো দুরের কথা একটি জিডি হলো না কেন ? √ শেখ মুজিবের আমলে তৈরি বার হাজার রাজাকার লিস্টে কাদের মোল্লার নাম ছিল না কেন? √ যে একমাত্র সাক্ষীর জবানবন্দিতে ফাসি হল সেই সাক্ষী মোমেনা বেগমকে কিছুই দেখা না যায় মতো( এমন কি চোখও) বোরখা পড়িয়ে এনে ক্যামরা ট্রায়ালে সাক্ষ্য দিল কেন? √ শেখ হাসিনার নির্দেশে এই কাদের মোল্লাও তোফায়েল আহমেদ যখন আত্মগোপনে একসঙ্গেই ছিলেন । তখন কি 'কাদের কসাঈ' জানতো না আওয়ামী লীগ? √ এই কাদের মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিষয়ে স্নাতক করে কিভাবে গোল্ড মেডেল পেয়েছিলেন ? এবং দেশ স্বাধীন হবার পরও দেশের সর্বোচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেন কিভাবে ? √‘এতো বড় যুদ্ধাপরাধী হয়ে কিভাবে তৎকালীন রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ( বর্তমান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ) সিনিয়র শিক্ষক, পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উদয়ন স্কুলেও শিক্ষকতার সুযোগ পেলেন? √ এত বড় যুদ্ধাপরাধীকে কেন সাংবাদিকরা ( জাতির বিবেক) ভোট দিয়ে সাংবাদিক ইউনিয়নে পরপর দুবার নির্বাচিত প্রতিনিধি করে ছিলেন ? কেন সেই সময়কার সাংবাদিকরা সেই নির্বাচন প্রত্যাখান করলেন না? √ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি স্বচ্ছ , নিরপেক্ষ, এবং এখানে কি সত্যিকারের ন্যায়বিচার হচ্ছে ? জানিনা এই উত্তর কবে মিলবে?????........ এম.আর.ওয়াজেদ চৌধুরী( রায়হান) সূত্র পত্রিকায় প্রকাশিত কমেন্ট থেকে নেওয়া


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।