আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি মাধ্যম স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষ

দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার কারণে বার বার পিছিয়ে যাচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের অর্ধ বার্ষিক পরীক্ষা। পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি মাসে পরীক্ষা নিতে না পারায় জানুয়ারি মাসে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা না নিয়ে অটো প্রমোশন দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। ফলে সঠিক সময়ে পরীক্ষা নিতে না পেরে পরীক্ষা পিছিয়ে দেওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

অভিভাবকরা জানিয়েছেন, রাজধানীর স্কলাশটিকা, সানিডেল, হার্ডকো ইন্টারন্যাশনালের মতো শিক্ষাপ্রতিষ্ঠানেও পেছানো হয়েছে পরীক্ষা। হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক ফরিদ আহম্মেদ জানান, আজ শহীদ বুদ্ধিজীবী দিবসেও এই স্কুলে হাফ ইয়ারলি পরীক্ষা নেওয়া হবে। পরিস্থিতির কারণে এ সময়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে চরম আতঙ্কে ভোগে। কখন কী হয়ে যায়। এডেঙ্লে কারিকুলামের পরীক্ষাবিষয়ক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইংরেজি মাধ্যম স্কুলে আন্তর্জাতিক মানের শিক্ষার ক্ষেত্রে দুটি সেশন থাকে। একটি মে-জুনে, অন্যটি জানুয়ারিতে। তবে অর্ধ বার্ষিক পরীক্ষাগুলো প্রতিটি স্কুল স্বতন্ত্রভাবে গ্রহণ করে থাকেন। স্কুল কর্তৃপক্ষ সবসময় আমাদের সঙ্গে আলোচনা করেন এ বিষয়গুলো নিয়ে।

তিনি জানান, জানুয়ারিতে এ এবং ও লেভেলের পরীক্ষা রয়েছে। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করা শেষ। পরীক্ষায় প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা প্রতিদিন ফোন করে জানতে চাইছেন জানুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা।

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের একজন অভিভাবক জানান, এ স্কুল সঠিক সময়ে পরীক্ষা নিতে না পারার কারণে অটো প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সংশ্লিষ্ট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে বলেও জানান এই অভিভাবক। ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা শাখার কর্মকর্তা মো. মামুন জানান, জানুয়ারিতে একটি সেশনের এ এবং ও লেভেল পরীক্ষা হবে। এই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক অস্থিরতা এভাবে চলতে থাকলে পরীক্ষা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.