আমাদের কথা খুঁজে নিন

   

কারাগারে নির্যাতন মোবাইলফোনের মাধ্যমে ছব

গত ২০ মার্চ বাংলাদেশ প্রতিদিনে 'কারাগারে নির্যাতন মোবাইলফোনের মাধ্যমে ছবি ফাঁস' শিরোনামে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার। সিনিয়র জেল সুপার স্বাক্ষরিত এক ব্যাখ্যায় বলা হয়, সাজাপ্রাপ্ত বন্দীদের দিয়ে ভাড়া করা সিমের সাহায্যে স্বজনদের ফোন দিয়ে কথা বলিয়ে দেওয়ার বক্তব্যটি সঠিক নয়। কারা প্রশাসনের জানামতে কোনো বন্দীর মোবাইলফোনে কথা বলার অবকাশ নেই। কারা কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াসে কারা অপরাধের সঙ্গে জড়িত কোনো বন্দী বিশেষ কোনো ব্যবস্থায় প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এ ধরনের অপপ্রয়াস চালাচ্ছে বলে প্রতীয়মান হয়। বন্দীদের কাছে সিম ভাড়া দেওয়ার ব্যবসা করেন এমন পাঁচ কর্মকর্তা-কর্মচারীর কথাটি সঠিক নয়। এসএমএসের মাধ্যমে কোনো এক বন্দীর স্ত্রীর কাছে নির্যাতনের ছবি পাঠিয়ে ৫০ হাজার টাকা দাবি করার খবর সঠিক নয়। কারণ, কারাগারে কোনো বন্দীকে নির্যাতন করা হয় না।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.