আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনাকে 'সর্বদলীয় সরকার' টিকিয়ে রাখতে হবে

ইকোনোমিস্ট

এখন ইলেকশন বন্ধ রাখা দরকার: ১৫১ জনকে বিনা প্রতিদদ্ধিতায় বিজয়ী করে লাভ নেই, এরা কোন কাজে লাগবে না; এখন দরকার দেশে জরুরী অবস্হা দিয়ে দেশকে সন্ত্রাসমুক্ত করা। খালেদা বেগম ও শিবির জাতিকে অর্থনৈতিকভাবে পংগু করে দিয়েছে, ও দেশে এনারখিজম চালু করেছে, এটার অবসান করা দরকার; এ মহুর্তে ভোট এমন দরকারী বিষয় না: ভোটের মাধ্যমে চোর, ডাকাত ও কলাগাছেরা পার্লামেন্ট ভবনে আসার সুযোগ পাবে মাত্র, কোন পরিবর্তন আসবে না। শেখ হাসিনার সাপোর্টাররা রাস্তায় নামবে কিনা সন্দেহ; কারণ শেখ হাসিনা তাদের নিয়ে মাথা ঘামায় না; কিন্তু শিবিরেরা বেতন পেয়ে যাচ্ছে নিয়মি্ত, মরলে পারিবার টাকা পাচ্ছে; ফলে, তারা লেগে থাকবে; তাদের থামাতে হলে ১৯৭১ সালের মত মানুষদের ডাকতে হবে; অথবা জরুরী অবস্হা জারী করতে হবে। জরুরী অবস্হা জারীর জন্য বর্তমান সর্বদলীয় সরকারই যথেস্ট। অকারণে বিএনপি মিএনপি'র সাথে কথা বলে লাভ নেই; খালেদা বেগমকে উনার ঘরে থাকতে দিলে উনি এনারখী চালিয়ে যাবেন। শিবিরকে পাকিস্টান পাঠাতে হলে মিলিটারী দরকার, জরূরী অবস্হা ঘোষনা না করলে অকারণে নাগরিকেরা প্রাণ হারাবে, তার ফল ভালো হবে না শেখ হাসিনার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।