আমাদের কথা খুঁজে নিন

   

এক ঝলক

বিজয় দিবস কাবাডি

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় গতকাল জয় পেয়েছে বিজিবি ও বাংলাদেশ পুলিশ। বিজিবি ৪টি লোনাসহ ৪৩-৯ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে এবং পুলিশ একটি লোনাসহ ১৫-১১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

হকি

ওয়ালটন স্মার্ট ফোন বিজয় দিবস হকি প্রতিযোগী শুরু হয়েছে গতকাল। উদ্বোধনী দিনে ঊষা ক্রীড়া চক্র ৪-২ গোলে বাংলাদেশ পুলিশকে, আজাদ স্পোর্টিং ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। আজ আবাহনী মুখোমুখি হবে অ্যাজাঙ্ স্পোর্টিংয়ের।

টেবিল টেনিস

বিজয় দিবস টেবিল টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিপন এবং মহিলা বিভাগে রাহিমা। পুরুষ এককে রিপন ১১-৮, ১১-৯, ১১-৮, ১১-৮ পয়েন্টে হারান শাহেদকে। রাহিমা টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হন। রানারআপ হন শারমীন। ক্যাডেট এককে চ্যাম্পিয়ন হয়েছেন আকাশ। পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে প্যারাডাইস। বিজয়ীদের পুরস্কার দেন ক্রীড়াসচিব শিবনাথ রায়। এছাড়া উপস্থিত ছিলেন কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, আসাদুজ্জামান কোহিনুর, কাজী মঈনুজ্জামান পিলা, জোবেরা রহমান লীনু, মো. সাইদুল হক সাদী, মো. সমীর উদ্দিন, আল মারুফ এনায়েত হোসেন।

সোনালি অতীত জয়ী

বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচে জিতেছে সোনালী অতীত ক্লাব। গতকাল বাংলাদেশ মাঠে সোনালী অতীত ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। জয়ী দলের পক্ষে দীপু ও শামীম এবং বিজিত দলের পক্ষে গোল করেন মঞ্জুর। বাংলাদেশ স্পোর্টিংয়ের ফুটবল একাডেমির উদ্বোধন করেন জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মো. আসলাম। এছাড়া উপস্থিত ছিলেন হাসানুজ্জামান খান বাবলু, প্রতাপ শংকর হাজরা, আরমান মিয়া।

হেমন্ত ফিরেছেন

নেদারল্যান্ডসের এফসি টুয়েন্টি ক্লাবে দুই সপ্তাহের ট্রায়াল শেষে গত পরশু দেশে ফিরেছেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। বাংলাদেশ অনূধর্্ব-১৯ দলের অধিনায়কের সঙ্গী ছিলেন নেপালের বিমল। এফসি টুয়েন্টি ক্লাবের ট্রায়ালে বিভিন্ন দেশের প্রায় ৩০ জন ফুটবলার অংশ নেন। নেদারল্যান্ডসে হেমন্ত সেখানকার অনূধর্্ব-১৭ ও ১৯ দলের সঙ্গে দুটি প্রীতিম্যাচে খেলেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.