আমাদের কথা খুঁজে নিন

   

পোষ্ট দেখি এখনো প্রথম পাতায়। কেও পড়ুক না পড়ুক প্রথম পাতাতে আছে পোষ্ট ভেবেই শান্তি পার্ট ২।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ঘুম কেন আসেনা বড় একা একা লাগে, একা পিসির সামনে ভাববার লাগছি রাইত জাইগা থাকিলে এখন থাইকা ইরাম পোস্ট দিমু। সামুর প্রথম পাতাতে তো পোস্ট বেশিক্ষণ থাকেনা। রাতে দিলে তাও মেলাক্ষন থাকে। পোস্ট কেও পড়ুক না পড়ুক পোস্ট যে এতক্ষণ প্রথম পাতাতে আছে এই ভাইবাই আমি শান্তিতে সকালে ঘুমাইবার চাই। তয় ইয়াদ রাইখনে হুদা কোন পোস্ট দিবাম না।

লেইখা বড় পোস্ট দিয়াম কিন্তু। হাজার হোক ব্লগের একতা মান সম্মান আছে না। লন কিছু কৌতুক। কানে তুলা প্রথম বন্ধু: দোস্ত, তোর কানে তুলা গোজা কেন? দ্বিতীয় বন্ধু: দোস্ত, তোর কথা কিছুই শুনতেছি না। আমার কানে তুলা গোজা।

দুই মাতালের কথোপকথন। —স্ট্র দিয়ে ভোদকা খাচ্ছ কেন? —ডাক্তার আমাকে বলেছেন পানপাত্র থেকে দূরে থাকতে। ১ম মাতাল : তুই মানুষ না আরসোলা? ২য় মাতাল : মানুষ। ১ম মাতাল : কী করে বুঝলি? ২য় মাতাল : আরসোলা হল স্ত্রী ভয় পেত। কৌতুক গুলান নেট থিকা মেরে দেয়া তো যান এইবার ঘুমাইবার যান।

আমি এখনো ঘুমাইতে পারুম না। ঘুম আসেনা। ঘুম কেন আসেনা বড় একা একা লাগে, একা পিসির সামনে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.