আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক একাউন্টের নাম পরিবর্তন করুন লিমিট হয়ে গেলে।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানাচ্ছি আমার ২৫০তম টিউনে! প্রায় ২ বছর হয়ে গেলে টেকটিউনসে রয়েছি আমি। এই ২ বছরে অনেক কিছুই শিখলাম এই ব্লগিং দুনিয়াতে। যেমন ভালো মতো বাংলা টাইপিং (!)। তবে আজ অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস শিখলাম। আর তা হলো ফেসবুকের একাউন্টের নাম পরিবর্তন করা।

কথা টা অনেক সহজ, কিন্তু করা মুশকিল!
ফেসবুকের একটি পলিসি রয়েছে, যে, একটি একাউন্টে সর্বোচ্চ ৫ বার নাম পরিবর্তন করা যায়। যা গত বছর পর্যন্ত আমি জানতাম না। তো অনেক ফেসবুক ব্যবহারকারীর মতো আমিও আমার ফেসবুক আইডির নাম ইচ্ছেমতো পাল্টাতে থাকি। এবং একদিন এটা লক হয়ে যায়। তবে এতদিন এই ফেসবুক আইডির নাম পরিবর্তন নিয়ে আমার মাথা ব্যাথা ছিলো না।

কিন্তু ইদানিং “গেমওয়ালা” নামটা পরিচিত হয়ে যাওয়ার ভাবলাম আমার এই ছদ্মনামটা ফেসবুকে যোগ করে দেই। কিন্তু!! নাম পরিবর্তন তো আমি অলরেডি ৫ বার করে ফেলেছি! এবার কি হবে??
এই সমস্যাটা নিয়ে গত ১ মাস বিভিন্ন ওয়েবসাইট, হ্যাকিং ব্লগ এমনকি আমার যাবতীয় বড় বড় ‍গুরুদের সরণাপন্ন হয়েছিলাম। কিন্তু কেউই আমায় সমস্যার সমাধান করে দিতে পারেনি। তবে শেষ পর্যন্ত আজ, ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসে আমার ইচ্ছে পূরণ হলো! অনেকটা কাকতলীয় ভাবেই আজকেই নামটা পরিবর্তন হলো।
যাই হোক প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি “হ্যাকার ইউনিভার্সিটি” গ্রুপের “শাহাদাত” ভাইকে।

মূলত উনার দেওয়া টিপসটিই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন টিউনে চলে যাই।
 
 
> প্রথমে আপনার যেই আইডির নাম পরিবর্তন করতে চান সেই আইডিতে লগইন করুন। (পিসি কিংবা মোবাইলে, যেকোনো ডিভাইস থেকেই লগইন করতে পারেন। শুধামাত্র 0.facebook.com এই সাইটে হবে না)

> এবার এই লিংকে যান >>> http://www.facebook.com/help/contact/245617802141709

> এখানে তিনটি ঘর পাবেন নাম পরিবর্তনের জন্য:
 
যার মধ্যে প্রথম এবং শেষের ঘরটি অবশ্যই আপনার কাঙ্খিত নামটি দিয়ে পূরণ করতে হবে।

মাঝের ঘরটিও চাইলে পূরণ করতে পারেন।

> এবার “Reason For this Change”  ঘরে “Spelling Mistake” নির্বাচন করুন।
 
> সবশেষে আপনার একাউন্টের বর্তমান প্রোফাইল পিকচারটি আপলোড করুন। ন্যাশনাল আইডি কার্ড লাগবে না।
 
> আপলোড হয়ে গেলে সেন্ড বাটনে ক্লিক করুন।

একটি নিশ্চিতকরণ বার্তা আসবে।

 
ব্যাস! কাজ হয়ে গেল! এবার একটু সময় লাগবে নাম পরিবর্তন হতে। সর্বনিম্ন ৭২ ঘন্টা থেকে সর্বোচ্চ ১০দিন লাগতে পারে।
 
আশা করছি এই পদ্ধতিতে ন্যাশনাল আইডি কার্ডের ঝামেলা ছাড়াই আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন । সবাইকে আবারো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি গেমওয়ালা বিদায় নিচ্ছি।


 
ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.