আমাদের কথা খুঁজে নিন

   

দিদির স্বপ্ন!

জ.এ. লিপু

আজ রাতে মহান দিদির চোখে ঘুম নেই, মনে একটুও শান্তি নেই। একটু আগে কাচা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন এক নেকদার বান্দা নামাজের মধ্যে আল্লার কাছে ফরিয়াদ করেছে তার মৃত্যুর জন্য। ঘুম ভেঙ্গে পিপাসার্ত হয়ে পরপর দুই গ্লাস রক্ত পান করেন দিদি। মনে মনে চিন্তা করেন, কালই ঐ বান্দার রক্ত চাই তার। "ছিঃ আমার মৃত্যু কামনা!" কিন্তু স্বপ্নে দেখা এই বান্দা কে কোথায় খুজে পাবে তার বিশ্বস্থ চতুর্থ বাহিনী।

স্বপ্নে তো তার ঠিকানা মিলেনি। তবুও ঠাস ঠাস করে দুই হাতে তালি বাজিয়ে ডেকে আনে তার বিশ্বস্থ পেয়াদাকে। পেয়াদার খবরে তাৎক্ষনিক চলে আসে চার বাহিনীর প্রধান। আদেশ শুনে নীচু গলায় রুম থেকে নিরবে বেড়িয়ে যায় আজ্ঞাবহ প্রধান। শুন, কাল দেশের সব টুপি পড়া, নামাজ পড়া নেকদার বান্দা হত্যা কর।

আমার মৃত্যু চায় তারা। আমার স্বপ্ন কখনও ভুল হয় না। আমার পিতার স্বপ্নও ভুল হয় নি। আমি তা পূরণ করেছি অক্ষরে অক্ষরে। আমার স্বপ্নও অপূর্ণ থাকবে না।

নিঝুম রাতের আধার কক্ষে বসে ছক আঁকে প্রধান। অভিযান হতে হবে কাল রাতেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।