আমাদের কথা খুঁজে নিন

   

কৃষে্‌ঞর বিলাপ



অনন্‌ত নাগশয্‌যা-শয়াণ, মম ভােলাবাসা; তাই বুকে লাথিমারে ঋষি দূর্বাশা । শ্রীসুদামা ছাড়ে নাই, মম প্রিয় সখা; বুকে বড় বযথা মম ওগো ও রাধিকা ! যাহা ভালোবাসিয়াছি, বারেবারে যাচিয়াছি; অর্জুনেরে কহিয়াছি, হয়ে প্রিয় সখা ! দ্রৌপদীর লাঞ্‌ছনা, অকাতর প্রার্থনা, কি করিয়া মুক হয়ে, সহি হে রাধিকা ! সিতা হয়ে এলে কাছে, সুখে-দূখে উপবাসে, তবু তুমি চলে গেলে, একা ছেড়ে মোরে; আমি যে প্রেমের দাস, বারেবারে উপহাস, করিয়াছো মোরে! আমিও লয়েছি জনম, এই দেহে বারেবারে, নশ্‌বর ফুরায় দেখো; বযাধের ঐ তীক্ষ্‌ন তিরে! তবুও ফুরায়নিগো, মম ভালোবাসা; নানা রূপে,নানা দেহে, রাখিয়াছি বেনুটিরে, রাখাল বালকসম, আঁখি ভাসাভাসা! কৃষ্‌ঞচূড়ার তলে, লাল রঙে ফুলে-ফুলে, নির্বাক প্রেম হয়ে, ছায়া সুনিবিড় দিয়ে, কেটেছে গোধূলি মোর, কেটেছে হতাশা ! অসীম চিন্‌তনে, মুখে রাগ প্রেম মনে, অদেখা এক সাথি হয়ে, ছিনু আছি, সখা! চেনো নাই তুমি মোরে, কি আছে অন্‌তরে, তাই আমি কালিমাতে, কৃষ্‌ঞ হয়ে এ জগতে, দীর্ঘশ্‌বাসে ভরে আছি, হে মোর রাধিকা।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.