আমাদের কথা খুঁজে নিন

   

এরপরেও যদি কেউ বলে মুজিব 3 Lakh... বলতে গিয়ে 3 Million বলেছিলো, তাহলে এই লেখা মুখের উপর মারবেন...

আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা... চির উন্নত মম শীর

বাঙালী ছাগু মাত্র দাবী করে একাত্তরে তিরিশ লক্ষ শহীদ অতিরঞ্জন... কোন ভাবেই এত কম সময়ে নাকি এত বেশী মানুষ মেরে ফ্যালা সম্ভব না। এবং এই তিন লক্ষ কিংবা তিরিশ হাজার থিওরির সবচেয়ে রসালো বক্তব্য হচ্ছে ; "১৯৭২ সনের ৮ই জানুয়ারি মুজিব পাকিস্তান থেকে লন্ডনে আসেন, সেখানে সাংবাদিকরা তাকে তার দেশের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চায়... শেখ মুজিব ইংরেজী ভালো জানতেন না। তাই ভুল করে 3 Lakh... বলতে গিয়ে 3 Milion বলে ফেলছিলেন।" খুবই চমৎকার থিউরি, কিন্তু সমস্যা হচ্ছে ছাগু বরহকূল পড়ালেখায় আগ্রহী না। আগ্রহী হলে জানতো... দৈনিক পূর্বদেশের সম্পাদক তার পত্রিকায় ২২.১২.১৯৭১ তারিখে “ইয়াহইয়া জান্তার ফাঁসি দাও” শিরোনামে একটি সম্পাদকীয় লিখে। সেখানে লেখা হয়, “হানাদার দুশমন বাহিনী বাংলাদেশের প্রায় ৩০ লাখ নিরীহ লোক ও দু’শতাধিক বুদ্ধিজীবিকে নির্মমভাবে হত্যা করেছে…” এটা কিন্তু বাহাত্তরের আগে, মুজিব দেশে আসারও আঠারো দিন আগের কথা... তখনও দেশের সবখান থেকে আমরা পাকিস্তানী শত্রুমুক্ত হইনি। এরপর আন্তর্জাতিক মহলে আসি; রাশিয়ার কমিউনিষ্ট পার্টির মুখপত্র প্রাভদা পত্রিকা ডিসেম্বরেই ৩০ লক্ষ শহীদের বিষয়টি তাদের পত্রিকায় প্রকাশ করে। "over 30 lakh persons were killed throughout Bangladesh by the Pakistani occupation forces during the last nine months" ঢাকার পত্রিকা দৈনিক অবজারভার শিরোনাম করে এভাবে, Pak Army Killed over 30Lakh people” যেটা প্রকাশিত হয় ০৫.০১.১৯৭২ তারিখে... মুজিব দেশে আসার ৩ দিন আগে। এরপরেও যদি কেউ বলে মুজিব 3 Lakh... বলতে গিয়ে 3 Million বলছিলো, তাহলে এই লেখা মুখের উপর মারবেন...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.