আমাদের কথা খুঁজে নিন

   

গুগুল পেজ র‌্যাঙ্ক কি ও কেন?

চিত্র -১

চিত্র -২
উপরের চিত্র -১ এর A সাইটি আপনা সাইটকে যে ভোট দেবে তার গুরুত্ব চিত্র – ২ এর সাইট B এর চেয়ে বেশি হবে। কেননা সাইট A এর যেখানে নিজস্ব প্রাপ্ত ভোট হল চার তখন সাইট B এর জন্য তা মাত্র দুটি। বিষয়টি আরো সুন্দর ভাবে বুঝার জন্য আরেকটি উদারহন দেয়া যেতে পারে - ধরা যাক কোন একটি শহরে একটি আইন পাশ করার জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছে যেখানে তিনটি পক্ষ ভোট দেবে। যথা -
নেতা পক্ষ (শাসক)
টাউন কাউন্সিল সদস্যবৃন্দ
সাধারন নগরবাসী
এখন যদি প্রশ্ন করা হয় আইনটি পাশ করার জন্য কাদের ভোট বেশি গুরুত্বপূর্ন হবে, তবে অবশ্যই তা হবে নেতা তথা শাসক পক্ষের – তাই নয় কি? কারন শাসক পক্ষ, টাউন কাউন্সিল সদস্য ও সাধারন নগরবাসীর চেয়ে অবশ্যই বেশি ক্ষমতাবান। কিন্তু এরপরও কাউন্সিল সদস্য ও সাধারন নগরবাসীর ভোট আইনটি পাশ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অবদান রাখে।
পেজ র‌্যাঙ্ক বিষয়টিও ঠিক এমন ভাবেই মাপা হয়। সেজন্য একটি পেজ যার কিনা নিজেরই প্রাপ্ত ভোট তথা গুরুত্ব বেশি সেটি যখন আপনাকে লিঙ্ক করবে তথা ভোট দেবে তখন আপনার সাইটের গুরুত্ব গুগুলের কাছে বৃদ্ধি পাবে (স্বভাবত আপনার সাইটের পেজ র‌্যাঙ্ক বৃদ্ধি পাবে) । স্মরন রাখা প্রয়োজন – একটি সাইটের পেজ র‌্যাঙ্ক কত তা পরিমাপের সহজ উপায় হলো সাইটটিকে কতগুলো সাইট লিঙ্ক করেছে তথা ভোট দিয়েছে তা গননা করা এবং সেই সাইট গুলো নিজস্ব প্রাপ্ত ভোট তথা তাদের গুরুত্ব বিবেচনা করা।
SEO (search engine optimization) সম্পর্কে আরো জানতে আমার সাইট http://www.rafiqnet.blogspot.com ঘুরে আসতে পারেন।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।