আমাদের কথা খুঁজে নিন

   

খিলক্ষেত থানার ওসি ‘নিখোঁজ’

বুধবার মহানগর পুলিশ (সদর) উপ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার অসুস্থতার ধরন এবং অবস্থান জেনে প্রতিবেদন দিতে গুলশান বিভাগের উপ কমিশনারকে দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি বলেন, “খিলক্ষেত থানার ওসি শামীম হোসেনের নামে রাজারবাগ পুলিশ হাসপাতালের একজন ডাক্তারের ‘২৮ দিনের সিক রির্পোট’ আমরা পেয়েছি। এটাও তদন্ত করে দেখা হচ্ছে। ”
নাম প্রকাশ না করার শর্তে ওই থানারই একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম হোসেনকে তারা খুঁজে পাচ্ছেন না। তার সরকারি মোবাইল থানায় রেখে গেছেন।

ব্যক্তিগত মোবাইলও বন্ধ।
বাসায় একাধিকবার লোক পাঠিয়েও কাউকে পাওয়া যায়নি। দরজায় ঝুলছে তালা। ওই কর্মকর্তা বলেন, “আমরা নিশ্চিত হয়েছি সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে শামীম হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। ”
খিলক্ষেত থানার বর্তমানে ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীম হোসেন দেশের বাইরে গেছেন কি না তার জানা নেই।

তিনি অসুস্থতার কথা বলে থানা থেকে বের হয়েছিলেন। গত ২০১০ সালের ১৯ অগাস্ট খিলক্ষেত থানার ওসি হিসাবে যোগ দেন শামীম হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।