আমাদের কথা খুঁজে নিন

   

[update: 18/12/2013]Unlimited free browsing & downloading in airtel with opera for java,sym,android & nokia dual.

প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন। আমি সাজেষ্ট করবো সরাসরি 17 টাকা রিচার্জ করার জন্য । কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ৭ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন। প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121*7#.
তারপর আপনার ফোন যদি নোকিয়া জাবা হয় তবে নিচের Prov file টা ডাওনলোড করে নিন। নকিয়া ডুয়েল সিমে হবে না ।


Download opera.prov
এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে। তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে airtel free নামের সেটিংস টা ডিফল্ট করুন। তারপর নিচে Active default in all app option টায় ক্লিক করুন।
সিম্বিয়ান,চায়না,এন্ড্রয়েড সেটিংসঃ Name: airTel free proxy: 141.0.11.253 port:80 apn:internet h. page: freefox.tk
তারপর নিচ থেকে আপনাদের জন্য সর্বশেষ বাংলা রাইটেলবল ওপেরা মিনি ডাওনলোড করুন।
bangla writable opera mini.jar
airtel free opera 7.1 mod for java & sym.
NB:Big file download হওয়ার কথা ।

যদি না হয় তবে ওপেরা দিয়ে যেকোন প্রক্সি সাইট ex: http://hideme.be তে গিয়ে যে সাইট থেকে ডাওনলোড করবেন সে সাইট এ যান।
for Nokia dual phone: প্রথমেই আপনার এয়ারটেল সীমে ১ টা নেট প্যাকেজ এক্টিভ করে নিন। আমি সাজেষ্ট করবো সরাসরি 17 টাকা রিচার্জ করার জন্য । কারন এই প্যাকেজ এক্টিভের মাধ্যমে আপনি ৭ দিন ফ্রী ব্যবহার করতে পারবেন। প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *121*7# তারপর নিচের Prov file গুলি ডাওনলোড করে নিন।

airtel duel sim browser-1
airtel duel sim browser-2
এই সেটিংস টা আপনার বন্ধুর চায়না ফোনে পাঠান সেখান থেকে আবার আপনার ফোনে blutooth দিয়ে সেন্ড করুন। তারপর আপনার ফোনের কনফিগারশন এ যান সেখান থেকে fransistor site নামের সেটিংস টা ডিফল্ট হিসাবে একটিব করুন। এবার আপনি 0 তে চাপ দিয়ে ধরুন । দেখবেন একটা সাইটে চলে গেছে । সেখানে ফাকা জায়গাতে আপনার সাইট এড্রেস লিখে GO চাপুন।


For android:
প্রথমে অতিরিক্ত MB কাটা বন্ধ করতে settings => Data usage এ যান Option থেকে "Restrict Background" এ একটা টিক মারেন...এবার সেটিং টা একটু পরিবর্তন করুন ।
এন্ড্রয়েড সেটিংসঃ Name: Android airtel proxy: 141.0.11.253 port:80 apn:internet
এন্ড্রয়েড ব্যবহার কারীরা ওপরের সেটিংস টা করুন। তারপর যেকোন ওপেরা হ্যান্ডেলার নিয়ে সেটা ওপেন করে ঐটাতে লিখুনঃ
proxy type=http proxy server=0.facebook.com
এবার ফ্রী চালান এয়ারটেল দিয়ে।
Note: আপনার ফোনে Mb রাখতে হবে। কাজ শেষ এবার মেতে উঠুন ফ্রি নেট এর আনন্দে।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।