আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী এবং আমেরিকার প্রেসিডেন্টের নরক ভ্রমন!



কয়েক বছর আগে একটা পীড়াদায়ক কৌতুক পড়েছিলাম। আজ খুব মনে হচ্ছে। মনে হওয়ার পিছনে কারন আমাদের বর্তমান অবস্থা। যাইহোক মূল কথায় আসি...... মানুষ মারা যাওয়ার পর তাদের বিচার হয় এবং ভাল কাজের জন্য সর্গ আর খারাপ কাজের জন্য নরকে দেয়া হয়। তো এখন যে জামানা তাতে করে নরকটাই হাউসফুল হবে এটাই স্বাভাবিক।

তবে নরকেও অনেক শ্রেণিভেদ থাকবে, কেউ বড় পাপের জন্য বড় শাস্তি পাবে আবার ছোট পাপের ছোট শাস্তি। একবার নরক প্রদর্শন করার জন্য ইচ্ছা পেশন করল বিশ্ব ক্ষমতাধর আমেরিকার প্রেসিডেন্ট। যথারীতি তিনি নরক পরিদর্শনে গেলেন। সাথে আছে নরকের প্রহরী, গাইড হিসাবে। প্রেসিডেন্ট ঘুরে ঘুরে দেখতে শুরু করলেন।

প্রথমে গেলেন বড় পাপিদের এলাকায়। দেখলেন বিশাল বড় বড় কড়াই। এক একেকটা কড়াই এক এক দেশের জন্য। শুধু সেই দেশের পাপীরাই সেই কড়াইতে শাস্তি পাওয়ার অধিকার রাখে। আর সেইসব কড়াইয়ের পাশে বিশাল দেহী প্রহরী লোহার দণ্ড নিয়ে দাড়িয়ে আছে।

কিন্তু হটাত খেয়াল করলেন একটা কড়াইয়ের পাশে কোন প্রহরী নেই। প্রেসিডেন্ট আর কৌতূহল চেপে রাখতে না পেরে প্রহরীকে জিগাইলেন, কড়াইয়ে আবার শাস্তিটা কিভাবে দেয়া হয়? সব কড়াইয়ের পাশে প্রহরী আছে কিন্তু এখানে প্রহরী নেই কেন? এটা কোন দেশের কড়াই? তখন প্রহরী বলল তাহলে শোনেন, এই সব কড়াইয়ে তেল গরম করা হচ্ছে, যারা বড় পাপী তাদেরকে এই কড়াইয়ে ফেলে পাকোড়া বানানো হয়। আর কড়াইয়ে যখন তেল গরম করা হয় তখন সব দেশের মানুষ এক জন অন্যজনকে সাহায্য করে কড়াই থেকে বের হতে, যেমন এক জন অন্যজনকে ঘাড়ে করে কড়াইয়ের কিনারে তুলে দেয় তারপর সে আগের জনের হাত ধরে তাকেও তুলে আনে। আর তখনই প্রহরীরা লোহার দণ্ড দিয়ে তাদেরকে আবার কড়াইতে ফেলে দেয়। আর আপনি যে কড়াইয়ের পাশে প্রহরী দেখেননি, ওই দেশের মানুষ গুলা খুব ভাল ওরা আমাদেরকে সাহায্য করে।

যখন কেউ কড়াইয়ের কিনারে উঠতে চেষ্টা করে তখন আরেকজন তার পা ধরে টেনে আবার কড়াইতে নিয়ে আসে। আর এই কড়াইটাই বাংলাদেশের। আমেরিকার প্রেসিডেন্ট তো পুরাই টাস্কী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.