আমাদের কথা খুঁজে নিন

   

জোহরা তাজউদ্দীন ইউনাইটেডে

মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিণী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। জানা যায়, গত নভেম্বরে পড়ে গিয়ে জোহরা তাজউদ্দীন গুরুতর আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দিলি্লর একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সেখানে তার একটি অস্ত্রোপচার হলে কিছুটা উন্নতি দেখা দিলে গত ১৭ ডিসেম্বর ঢাকায় এনে পুনরায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হলে তার মেয়ে সিমিন হোসেন রিমি কাপাসিয়ায় নির্বাচনী প্রচার কার্যক্রম ফেলে জরুরিভাবে ঢাকায় ফিরে যান। বিকালে তার শ্বাসকষ্ট হলে তাকে ভেন্টিলেশন দিয়ে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সৈয়দা জোহরা তাজউদ্দীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য ও দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সিমিন হোসেন রিমির মা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন আওয়ামী লীগের চরম দুর্দিন চলছিল তখন তিনি আহ্বায়ক হিসেবে দলের হাল ধরে আওয়ামী লীগকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.