আমাদের কথা খুঁজে নিন

   

একি বৃষ্টিপাত নাকি তুষারপাত !!

বিচ্ছিন্নতাও একটা ভাবাবেগ যা মাকে প্রায়ই ভাবিত করে-জব্দ করে অহর্নিশ। !! তবু এটা নিয়েই বেঁচে আছি। ।
-কি বেহ? -শোঁ শোঁ করে কি? -জল পড়ে -তুষারপাত নাকি? শীতকাল বলে কথা!! -বৃষ্টিই!! (অবিশ্বাস ! যাহ্‌ শীতকালে......... কী আজব)। -ক্যান, ভালই তো__ তুষারপাত হলে তো আরও ভাল হত।

সারাজীবন শুনে আসলাম,জীবনে তুষারপাত দেখলাম নাহ,বুঝলামও না। -তবুও ___ সবিশেষ রুমমেট কহিল ____ মচেৎকার ব্যাপার স্যাপার, ঝরুক,দিনরাত ঝরুক। - #হুম্ম; কোন পিকেটার থাকবে না, পেট্রোলার (পেট্রোল বোমা মারে যে) বের হইবেক না,সর্বোপরি পানির ঠ্যালায় কোন আগুনও জ্বলবে না। _ আর পাবলিক আরামে যাঁতা করবে...... ..। ।

তবে হ্যাঁ এই ধারায় সিক্ত হওয়া কিন্তু বহুত রিক্স। । #আরে #ধুর আম্রা বাঙালি পাবলিক আছি। ঠিক " আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে"-র মত "আম্রা কি ডরাই পৌষের ধারাতে"। বিঃদ্রঃ ঢাকাবাসী মাত্রই বুঝিবেন যে এই শীতের রাইতে বৃষত হইচ্ছে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।