আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় বিজিবি'র ১১ সদস্য আহত

যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলায় সড়ক দুর্ঘটনায় ১১ বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতদের সবাইকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ শনিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

যশোর বিজিবি'র (২৬ ব্যাটালিয়ন) সিও লে. কর্নেল মতিউর রহমান জানান, বিরোধী দলের অবরোধ কর্মসূচির কারণে নিরাপত্তা ডিউটিতে বিজিবি সদস্যরা যশোর থেকে নড়াইলে যাচ্ছিলেন। পথে ছাতিয়ানতলায় বিজিবির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ১১ জন আহত হয়। সাথে সাথে তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন সুবেদার হুমায়ুন আহমেদ, নায়েক জাকির হোসেন, নায়েক মফিজুর রহমান, নায়েক জুবায়ের হোসেন, ল্যান্স নায়েক জাহিদ, ল্যান্স নায়েক মামুন, ল্যান্স নায়েক মনিরুল ইসলাম, ল্যান্স নায়েক ইমদাদ, ল্যান্স নায়েক চন্ডি, ল্যান্স নায়েক মোবারক হোসেন ও ড্রাইভার হুমায়ুন। আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।