আমাদের কথা খুঁজে নিন

   

উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ বন্ধ

৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিনে আজ শনিবার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। এ সময় মহাসড়কে চলাচলকারী কয়েকটি ট্রাক ভাংচুর করে তারা। গত সপ্তাহের অবরোধের শেষ দুই দিনেও একইভাবে এ রুটের সব যান চলাচল বন্ধ করে দেয় অবরোধ সমর্থকরা।

জেলা বিএনপি'র সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান ও সাধারন সম্পাদক শামসুল আলম তোফার নেতৃত্বে জেলা বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে মহাসড়ক অবরোধ করে। মহাসড়কে খন্ড খন্ড মিছিল শেষে মাঝ সড়কে বসে পড়েন নেতাকর্মীরা। এ সময় অবরোধকারীরা কয়েকটি মালবাহী ট্রাকে ভাংচুর চালায়। এতে করে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে সিএনজি অটোরিক্সা ও ট্যাম্পু চলাচল ও বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.