আমাদের কথা খুঁজে নিন

   

বোঝেও না বোঝার পথে


সখ্যতা ছিল ,সঙ্গে এলোমেলো কথোপকথন,কখনো শঙ্কার মেঘ,কখনো স্বপ্নালু রোদ। বৃত্ত বলয়ের মাঝে ঘুরপাক খায় খেয়ালী তরী,বৈঠাহীন বিন্দুর পানে। সত্য কথার কাথা,সু্ক্ষ সেলাই উদাসী দর্জির হাতে,মুক্তির ত্রানে। সময়ের সুশোভন আচরণ,পাতানো ভাবের আভরণ, খোলসের নিচে নিজেকে দেখো,অজান্তে মগ্ন কার গানে। অতপর : আমাদের জানার মাঝে কেয়ার কাটা ছিল, বাতাসে ছিল রাখালী বাঁশির সুর,ছিলনা আলতা পায় কোন কৃষান বধুর মত নিষ্পাপ লাজুকতা , তবুও মায়া ছিল অমলিন,বোঝেও না বোঝার আর ভাললাগার বিস্তর ব্যাবধানের দুই প্রান্তে আমরা কতটা সুখী? অস্থিরতার মাঝ মাঠে প্রশ্নটা তোমার জন্য রেখে গেলাম,দু পা এগিয়ে ,যদি দেখো দুঃখি তবে এসো-আমি এখনো অপেক্ষার সঙ্গায়। আর যদি সুখের অনুভুতি দেখো তবে আমি হাটছি আমার পথে ইতিহাসের কোনো এক কাব্যে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.