আমাদের কথা খুঁজে নিন

   

অপছন্দনীয় পরিবেশে নিজেকে মানিয়ে নেয়ার রকমারী চেষ্টা।

সকল মতাদর্শকে আন্তরিকতার সাথে অধ্যয়ন করি।

১.ধরুন মেহেদী সন্ধ্যা। কোন কারনে যদি এইটাকে আপনি এনজয় করতে না পারেন তখন দেখবেন "কতধানে কত চাল"। অবশ্যই আমি বিভিন্ন মানুষের মেহেদী সন্ধ্যাগুলোকে অভিনব একটা পদ্ধতির মাধ্যমে এনজয় কারার চেষ্টা করতাম। আর তা হল মুরুব্বীদের সাথে গিয়ে "পাকনা পাকনা" আলাপ করা।

রাজনীতি থেকে আরম্ভ করে নীতিবাক্য আর দর্শনের ভারী ভারী কথা। টাংগি মারা আর টাংগি দেখা যদি এনজয় করা না যায় তবে এই রকম গোবেচারা হয়ে প্রবীন সঙ্গ পাওয়াতে মন্দ হয়না। ২. মেলার প্রতি মানুষের আকর্ষন থাকে। আমারও আছে । মেলা মানে ভীড় আর ভীড়।

কি আর করা যাবে...। এতভীড় আর এত ঠেলাঠেলি অসহনীয়। কি আর করা... দুপুর আড়াইটা যখন মানুষ মেলা থেকে ক্ষুধার জ্বালায় বের হওয়া শুরু করে তখন বা সকাল বেলা মেলা শুরু হওয়ার সময় মেলায় গিয়ে দেখি মেলা "মেলাফিকজাম" মুক্ত । আহ ভালই। ভূলেও আমার টাইমে যাবেননা।

তাইলে তো আমার মেলায় যাওয়ার ১২ টা বেজে যাবে। ৩. কক্সবাজার গেলাম। বিকালবেলা গিয়ে দেখি তাদের জন্যে অপরুপ আর আমার জন্যে অপঅপরুপ। চিন্তা করতে থাকলাম কিভাবে বীচটাকে উপভোগ করব। বেশী চিন্তা করতে হলনা।

ফজর নামাজের পর সোজা সাগরপারে। সবাই ঘুমাক। এই পুরো বীচটাই আমার.... শান্তি... সকালের স্নিগ্ধ বাতাস আপনাকে মাতাল করে দেবেই.... ৪. কোন জায়গায় বেড়াতে গেছেন..ঘটনাক্রমে বেড়ানোটা যদি আপনি এনজয় করতে না পারেন বা বেড়ানোটা যদি হয় বাধ্য হয়ে তবে আপনি পুরাই গেছেন... তখন প্রয়োজনীয় মোবাইল কল গুলো করতে থাকেন... ওহ মজা.... ৫. কোন একটা নতুন বাড়িতে বেড়াতে গেছেন। আপনাকে সঙ্গ দেয়ার জন্যে যদি কেহ না থাকে তবে ট্যাবে কালেকশান করা পিডিএফ বইগুলো পড়তে থাকেন বা ব্যগের ভিতর থেকে গুরুত্বপূর্ন বইটি বের করে পড়তে থাকেন... ঝেটিয়ে বিদায় করুন বোরিং টাইম। এই টা কিন্তু আমি বহুত প্র্যাকটিস করেছি।

--------------------- ৬. একাকিত্বে কষ্ট পাচ্ছেন? তবে কোন এক রাস্তা ধরে হাটতে শুরু করুন.. বা অনেক গুলো কাজের প্লান করে করতে থাকুন..মাইন্ড বিজি করে দিন। হালকা লাগবে। ৭. প্রিয়বন্ধু কষ্ট দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ভূলতে পারছেননা। ডোন্ট অরি... তার নেগেটিভ বিষয়গুলো ভাবতে থাকুন।

তার বিরুদ্ধে মনকে ক্ষুদ্ধ করে তুলুন। মনের মধ্যে তার বিরুদ্ধে বিরক্তি ইনষ্টল করুন। ...আল্লাহর কোর্টে বিচারটা দিয়ে অন্য পথে হাটুন...দেখবেন ..সহজে ভূলে গেছেন... ৮. আপনাকে কেহ পাত্তা দিতে না চাইলে উল্টা তারেই পাত্তা দিবেননা। জ্ঞান অর্জনে ছোট হলে সমস্যা নেই। কিন্তু কম্পিটিশানে নামলে সবাইরে ছোট ভাববেন...আত্ববিশ্বাস খুজে পাবেন ... ৯. প্রত্যাশাই করবেননা।

তাইলে কোনদিনই প্রত্যাখ্যাত হওয়ার ভয় থাকবেনা। যা করবেন ফি সাবিলিল্লাহ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।