আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল আরব লিগ

নতুন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে আরব লিগ। ইজরায়েলি সেনা মোতায়েন রেখে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল শনিবার কায়রোতে ফিলিস্তিনি নেতা আব্বাস মাহমুদের সঙ্গে একটি জরুরি বৈঠকে অংশ নেওয়ার সময় আরব লিগের প্রধান নাবিল এল রাবি বলেন, 'নয়া ফিলিস্তিন রাষ্ট্রে ইজরায়েলের উপস্থিতি অনুমোদন করে কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষর করা হবে না।'  বৈঠক শেষে আরব লিগের প্রধান ওই শান্তি প্রস্তাবের তীব্র সমালোচনা করেন।

উল্লেখ্য, ফিলিস্তিন রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্র যে শান্তি প্রস্তাব দিয়েছে, তাতে ফিলিস্তিনের পূর্ব সীমান্তে জর্ডান উপত্যকায় ইসরায়েলি সেনা মোতায়েনের কথা উল্লেখ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.