আমাদের কথা খুঁজে নিন

   

আজব শহরের রাত

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

আজব শহরের রাত । ।

শাফিক আফতাব । । শহরের বাতিগুলো ধীরে ধীরে নিভে গেলো __নিশাচর কিছু মানুষ জেগে আছে ; কিছু বৃদ্ধ কবি বয়সের ভারে __হলুদ ভাবনার ভিতরে স্মৃতি করছে মন্থন __ কিছু রঙিন চড়ৃই, কবুতর, আর কিছু মদ মাগিদের দালাল রঙিন তাসে __ অনধিকারে প্রবেশ, কিংবা নিলামে নিয়েছে তুলে, মানব কীটের বীজ করছে বপণ। এই আজব শহরে, এই নিশিথে, এখন টেক্সি ট্রাক আর বাসের গ্যারেজে ; উড়ন্ত সড়কে, আন্ডার পাসে, ফ্লাই ওভারে আর কানাগলির ঘুপসিতে, অভিজাত আবাসিকের রঙিন আলোর ভীড়ে কিংব পাচঁতারা হোটেলের প্যাসেজে ; নিবন্ধিত খদ্দের কত, কিছু নিবন্ধনহীন, জবর দখলে মগ্ন আজ এই নিশিরাতে। ভ্রাম্যমান মাগিরা রমনার অরণ্যের আলোআঁধারের ফাকে খুলে দিয়েছে প্রপাত ; দিনের কোটপ্যান্ট টাইযের ভদ্রলোক ইঁদুরের মতোন আনাগোনা করছে ধানের গর্তে __ কন্ডমের খোসা খুলে তারা মুখ ডুবে দিয়েছে আনন্দের আবর্তে __ ওদিকে অপহৃতার বাবা মা দুহাত তুলে দিতেছে ধর্ষকের অভিসম্পাত।

আঁধারের চাদরে ঢেকে গেলে এই আজব শহরে চলে আহা ! কত রঙিন কারুকাজ ! নারীরা বেগানা হয়, নর পুরুষ হয়, ঢোল বোল আর পুলকের তরলে দূর থাকে সমাজ। ২২.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।