আমাদের কথা খুঁজে নিন

   

মেক্সিকোয় পাচারকারীসহ ৮ বাংলাদেশি আটক

উত্তর আমেরিকার দেশ মেঙ্েিকাতে মানব পাচারকারী চক্রের সদস্য তিন বাংলাদেশিকে আটক এবং পাচারের শিকার হওয়া ৫ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এদের মেঙ্েিকা সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া ৫ জনের সঙ্গে নেপালের ৬ জন ও ভারতের দুজন নাগরিক রয়েছেন। বার্তা সংস্থা পিটিআই গতকাল এ তথ্য জানায়। আমেরিকার সঙ্গে মেঙ্েিকার দীর্ঘ সীমান্ত দিয়ে প্রতি বছর প্রায় ১ লাখ ৪০ হাজার জন অবৈধ পথে আমেরিকায় প্রবেশ করে।

মেঙ্েিকার একটি স্থানীয় চক্রের সঙ্গে মিলে ভারত, পাকিস্তান, নেপাল, ইরান ও বাংলাদেশের কয়েকজন দালাল এভাবে মানব পাচারের কাজ করছে।

তারা বিভিন্ন দেশের মানুষকে আমেরিকায় প্রবেশের প্রলোভনে মেঙ্েিকা নিয়ে যেত। সেখানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে এসব মানুষকে গোপন আস্তানায় লুকিয়ে রাখত। এরপর সুযোগ বুঝে অনেককেই সীমান্তে ছেড়ে দিত। কেউ কেউ আমেরিকায় প্রবেশের সুযোগ পেলেও বেশির ভাগ ক্ষেত্রেই হয় মেঙ্েিকার সীমান্তরক্ষী বা আমেরিকার সীমান্ত রক্ষীর হাতে ধরা পড়ত, অনেকেই গুলিতে মারা যায়, কেউবা পাহাড় ও মরুভূমির বিষাক্ত সাপ 'র্যাটল স্নেক'-এর ছোবলে মৃত্যুবরণ করে।

এর পরও প্রচুর টাকার বিনিময়ে মানব পাচারকারীরা এভাবে মানুষকে প্রলোভনের ফাঁদে ফেলে মেঙ্েিকা নিয়ে যেত। আটক হওয়া পাচারকারী চক্রের বাংলাদেশি সদস্য বা উদ্ধার হওয়া কারও নাম ও পরিচয় অবশ্য এখনো পাওয়া যায়নি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।