আমাদের কথা খুঁজে নিন

   

রিজভীর সুচিকিৎসা হচ্ছে না

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগম। গতকাল তিনি সাংবাদিকদের জানান, খাদ্যনালির ক্রিয়া জটিলতা, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ বেশ কয়েকটি রোগে গুরুতর অসুস্থ আমার স্বামী। উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ড গত ১৬ ডিসেম্বর তাকে ৬১৫ নম্বর কেবিনে পাঠানোর নির্দেশনা দেয়। কিন্তু পরদিন তার কেবিন বাতিল করা হয়। এ নিয়ে কারা মহা-পরিদর্শকের কাছে লিখিত আবেদন করেও এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। এ ছাড়া তাকে তরল খাবার খাওয়ানোর নির্দেশনা দেওয়া হলেও এর কোনো ব্যবস্থা নেয়নি কারা কর্তৃপক্ষ। আঞ্জুমান আরা বেগম আরও বলেন, আমার স্বামীর শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। তার পাকস্থলীর জটিলতার কারণে বাসা থেকে তরল খাবার রান্না করে খাওয়ানো প্রয়োজন। এ নিয়ে গঠিত মেডিকেল বোর্ডও নির্দেশনা দিয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ বাসার খাবার সরবরাহ করতে দিচ্ছে না। এদিকে গতকাল বিকালে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে একই অভিযোগ করে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারাবন্দী দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে কেবিনে রাখা হয়েছিল। কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের পরামর্শ অগ্রাহ্য করে তাকে প্রিজন সেলে রেখেছে। এতে তার সুচিকিৎসা বিঘি্নত হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.