আমাদের কথা খুঁজে নিন

   

উৎসবের ঢল সিলেট স্টেডিয়ামে

সকাল ১০টা। ব্যাট-বলের লড়াই শুরু হতে তখনো পৌনে ৪ ঘণ্টা বাকি। কিন্তু এর মধ্যেই সিলেট বিভাগীয় স্টেডিয়ামের প্রধান ফটক থেকে প্রায় এক কিলোমিটার দূরে চৌকিদেখি পর্যন্ত দর্শকদের লাইন। সবার মধ্যে উচ্ছ্বাস। দেশসেরা প্রিয় খেলোয়াড়দের চার-ছক্কা আর উইকেট শিকারের দৃশ্য দেখতে যে কোনোভাবে স্টেডিয়ামের ভেতরে ঢোকা চাই তাদের।

ঘরের মাঠে জাতীয় দলের খেলোয়াড়দের খেলা দেখার স্বপ্ন সিলেটবাসীর দীর্ঘদিনের। গতকাল আম্বার বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে সিলেটবাসীর সেই স্বপ্নপূরণ হলো। তাই স্বপ্নপূরণের এই দিনে কানায় কানায় দর্শকপূর্ণ গ্যালারি মেতেছিল উৎসবে। দর্শকদের উচ্ছ্বাস প্রাণবন্ত করে রেখেছিল খেলোয়াড়দেরও।

আন্তর্জাতিকমানে উন্নীতকরণের কাজ শেষ হওয়ার পর গতকাল মুশফিকুর রহিম, তামিম ইকবালের দলের টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে নবযাত্রা শুরু হয় সিলেট বিভাগীয় স্টেডিয়ামের।

সকাল থেকে স্টেডিয়াম অভিমুখে দর্শকদের যে ঢল নেমেছিল সন্ধ্যার পরও তা ছিল অব্যাহত। অথচ বেলা ১টায়ই শেষ হয়ে যায় টুর্নামেন্টের প্রথম দিনের দুইম্যাচের টিকিট। টিকিট নেই, তবুও ঘরে ফিরে যেতে রাজি নন দর্শকরা। মুশফিক-তামিমসহ প্রিয় খেলোয়াড়দের খেলা তাদের দেখতেই হবে! এক সময় টিকিটবঞ্চিত দর্শকরা ঢোকার চেষ্টা করেন মাঠের পশ্চিম পাশের গ্রিন গ্যালারিতে। কয়েক দফা বাধা দেয় পুলিশ, লাঠিচার্জও করে।

শেষ পর্যন্ত হার মানতে হয় পুলিশকেও। গ্রিন গ্যালারি দখল করে নেন টিকিটবঞ্চিতরা। দুপুরে শুরু হওয়া মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড ও তামিম ইকবালের ইউসিবি বিসিবি একাদশের খেলা সন্ধ্যা পর্যন্ত গড়ায়। জ্বলে ওঠে মাঠের ফ্লাডলাইট। কিন্তু দর্শকদের উৎসাহের কমতি হয় না।

প্রতিটি চার-ছক্কা উইকেট পতনের পর দর্শকরা করতালি ও শোরগোল করে মাতিয়ে রাখেন পুরো মাঠ।

সিলেট নগরীর শাহী ঈদগাহ থেকে খেলা দেখতে আসা মঞ্জুর আহমদ জানান, ম্যাচের টিকিট কেনার জন্য সকাল ১১টায় তিনি এসে লাইনে দাঁড়িয়েছিলেন। টিকিট কেটে দুপুর সাড়ে ১২টায় তিনি স্টেডিয়ামে ঢুকেছেন। তামিম ইকবাল তার প্রিয় খেলোয়াড় হলেও ম্যাচে যে খেলোয়াড় ভালো খেলবে তাকেই তিনি উৎসাহ দিবেন বলে জানান।

নগরীর মুন্সিপাড়া থেকে আসা ক্রিকেটপ্রেমী তাসকিন জামান তানাজ দিনের প্রথম ম্যাচ শেষে জানান- তার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিমের খেলা দেখতেই তিনি এসেছিলেন।

শেষ বলে তার দল হারলেও ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে তিনি খুশি বলে জানান।

সিলেট স্টেডিয়ামে দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অভিভূত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেট ভেন্যুকে এশিয়ার সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়াম উল্লেখ করে পাপন বলেন- সিলেটে দর্শকদের উপস্থিতি ও প্রাণবন্ত উচ্ছ্বাস খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে।

ম্যাচ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন- টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়রা নিজেদেরকে বিশ্বকাপের জন্য আরও প্রস্তুত করার সুযোগ পাবেন।

পাকিস্তান বাংলাদেশ খেলতে আসবে কি-না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন- পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশে খেলতে আসবে বলেই আমরা আশাবাদী। আগামী ৪-৯ জানুয়ারি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর সভায় এনিয়ে আলোচনাও হবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- এর আগেও নিউজিল্যান্ড বাংলাদেশে খেলে গেছে। বিশ্বকাপের সময় রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে ছাড় দেবে আশা প্রকাশ করে পাপন বলেন- এখন পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপ খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দেয়নি।

আম্বার-বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শেষ বলে জয় তুলে নেয় তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ।

মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেডের দেওয়া ১৪০ রানের টার্গেটে ৪ উইকেট হারিয়ে টপকে যায় তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।