আমাদের কথা খুঁজে নিন

   

এবার কয়েকটি ক্লিক করেই PC থেকে আপনার Android এ APPS ইন্সটল করুন।



প্রিয় টেকটিউনসের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভাল আছেন। আজ আপনাদের কে খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে  দিতে যাচ্ছি ।
এই সফটওয়্যার এর মাধ্যমে   আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে Computer থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। যদি আপনি ওয়েবসাইট থেকে PC তে ডাউনলোড করা একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান এবং আপনি ফোন এটির অনুমতি না দেয় ,   তাহলে আপনি সম্ভবত এই সীমাবদ্ধতা র বাইপাস একটি উপায় ব্যবহার সম্পর্কে চিন্তা করছেন ।

এটি করার একটি পদ্ধতি হল rooting কিন্তু এটি   কিছু টা জটিল ও অ বৈধ একটি বিষয় ।
এই জন্য আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি একটি সফটওয়্যার ।   Android Injector   নাম তার । এটি হল এমন একটা অ্যাপ্লিকেশান যেটা ডিজাইন করা হয়েছে আপনার android  ফোন এ বিভিন্ন অ্যাপ্লিকেশান ইন্সটল করার জন্য । এটা সাধারনত খুবই উপকারি তাদের ক্ষেত্রে যারা O fficial store গুলো visit করতে পারে না এবং ঐ সমস্ত স্টোর থেকে যে apps গুলা সরাসরি ইন্সটল করার দরকার তা করতে পারে না।

তা ছাড়া আপনি যখন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ইনস্টল করতে মোবাইল ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে না চান বা করতে পারেন না তখন এটি আপনার কাজে লাগবেই। তা ছাড়া Third Party অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড Injector  আপনার অবশ্যই লাগবে। খুব কম সময়েই এটি আপনার কাজ করে দেবে ।
 
অ্যানড্রইড Injector এর মাধ্যমে আপনার কম্পিউটার থেকে একাধিক ফাইল নির্বাচন করে মাত্র কয়েক ক্লিক এর মাধ্যমে ফোন মেমরিতে ইনস্টল করতে পারবেন। এটি ব্যবহার করা খুবই সহজ।

যে কেউ ই পারবেন। এছাড়াও আপনি দ্রুত ইনস্টল করার জন্য file এর সাথে .apk এক্সটেনশন যুক্ত করতে পারেন ।
আপনি আপনার ডিভাইসে apps ইনস্টল করার পূর্বে তাদের লিস্ট দেখতে পারবেন কিন্তু দুর্ভাগ্যবশ ত কোন app একবার সিলেক্ট করে ফেললে সেটা আপনি list থেকে আর বাদ দিতে পারবেন না। এর জন্য আপনাকে Android Injector  সফটওয়্যার টি restart করতে হবে।
তো চলুন কাজ শুরু করি ।

আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে Apps ইনস্টল প্রোগ্রাম ব্যবহার করার জন্য , নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে :
1 . আপনি আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য সঠিক USB ড্রাইভার আছে কি না তা পরীক্ষা করুন । অর্থাৎ সোজা কথায় একটা USB কেব্‌ল । যেটা কেনার সময়ই ফোন এর সাথে থাকে।

2. আপনার ফোনের USB debugging সেটিংস Enable করুন । প্রথমে "Settings" এ যান তারপর "Applications" তারপর "Development" তারপর " Android debugging" enable করুন ।

নতুন ভার্সন গুলাতে প্রথমে “ settings ”   তারপর   "Developer   options" এ click করুন তারপর "Android debugging" enable করুন ।
 
3 . USB cable এর মাধ্যমে আপনার কম্পিউটার থেকে আপনার ফোন connect করুন। এবার "Install to device" বাটন এ ক্লিক করুন এবং তারপর ড্রপ ডাউন মেনু থেকে " Check for attached device" এ ক্লিক করে আপনার সেট কে connect করুন ।
 
4 . আপনি apps ইনস্টল করতে চাইলে " Folder " বাটন এ ক্লিক করুন। Android এর অ্যাপ্লিকেশন ফাইল . apk এক্সটেনশন এর ফাইল হয় ।

আপনি আপনার পছন্দের app টি select করুন । আপনি আপনার পছন্দ অনুযায়ী অনেক অ্যাপস নির্বাচন করতে পারেন।
 
5 . "Install to device" বাটন এ ক্লিক করুন এবং প্রোগ্রাম অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য অপেক্ষা করুন। Installation status প্রোগ্রাম উইন্ডোতে দেখানো হবে । শেষ হলে এটি আপনাকে একটা confirmation report দিবে ।


সফটওয়্যারটা এখানথেকে ডাউনলোড করে নিন।
যদি কোন সমস্যা হয় তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর ফেসবুক তো আছেই ।
তো আজ এই পর্যন্তই । সবাই ভাল থাকবেন এবং সবসময় তথ্য ও প্রযুক্তির সাথেই থাকুন।



সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.