আমাদের কথা খুঁজে নিন

   

অনেকদিন পর একটি কবিতা লিখলাম

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

সবাই কিছু না কিছু স্বপ্ন দেখে আমি দেখি, তারা দেখে যাকে নিয়ে স্বপ্ন দেখি সেও দেখে এ বাড়ির ছোটবাবুটা স্বপ্ন দেখে চায়ের দোকানের বুড়ো চাচা স্বপ্ন দেখে পাড়ার যে ছেলেটা ফিল্মের হিরো হতে চায় সে স্বপ্ন দেখে আবার ফিল্মের হিরো-হিরোইন তারাও স্বপ্ন দেখে স্বপ্ন দেখে খেটে খাওয়া কৃষক কিংবা অফিসের বড় কর্তা অথবা সব ছা-পোষা কেরানী স্বপ্ন দেখে রাত-জাগা সব লেখক-কবিরা ঘুমিয়ে কিংবা জেগে স্বপ্ন দেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রটা যেমন স্বপ্ন দেখে সেন্ট্রালের সভাপতিও তেমনি স্বপ্ন দেখে আবার চোমাথার মোড়ে যে বাসে আগুন দিল সেও স্বপ্ন দেখে রাজনৈতিক নেতা সরগরম ভাষণের পর বিছানায় গা এলিয়ে দিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ভয়ংকর সব খুনী আবার এ খুনীদের খবর যারা লিখে পত্রিকায় তারা স্বপ্ন দেখে যারা হলুদ রঙের মোহে চেপে যায় খুনীদের তারাও স্বপ্ন দেখে ছয় ছয়টি জীবন যারা জবাই করে দিল তারাও কিন্তু স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ভন্ড ব্যবসায়ী স্বপ্ন দেখে ক্লাসের পিছনে বসা বালকটি যে সামনের সেই মেয়েটিকে কিছু বলতে পারেনি কোনদিন হয়তো পশুরাও দেখে স্বপ্ন চঞ্চল মৌটুসীটা স্বপ্ন দেখে যখন সে পাথরের মত ঘুম যায় স্বপ্ন দেখে হরিণ কিংবা হিংস্র বাঘ স্বপ্ন দেখে মস্ত হাতি পাচশ’ বছর বয়সী নীলতিমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখে ছোট ছোট পোকা অথবা মুরগীর ছোট বাচ্চাগুলো অথবা পানির তলে বিদ্ঘুটে চেহারার সমুদ্রিক জীব স্বপ্নে স্বপ্নে গড়ে উঠে নতুন আরেকটি পৃথিবী...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।