আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া প্রিয় মানুষ, প্রিয় ব্লগার ইমন জুবায়ের

সত্যিই যদি অশরীরী বলে কিছু থেকে থাকে, তবে আমি তার সান্নিধ্য চাই। তন্ম​য় হয়ে শুনতে চাই তার হাসি-কান্না আর না বলা কথাগুলো... কিছু স্বপ্ন নিয়ে ঝড়ো গতিতে হঠাৎ-ই "স্বপ্নঝড়" নামে একটা নিক খুলে ফেললাম মাত্র কয়েকদিন আগে। এখনও ৭ দিনও হ​য় নি। কিন্তু ব্লগের সাথে আছি দেড় বছর ধরে। অফলাইন রিডার হিসেবে ছিলাম এই সময়টা।

অফলাইনে অনেক ভাল ভাল লেখা পড়তাম​, মাঝে মাঝে ফেসবুক-টুইটারে শেয়ার করতাম লেখাগুলো। লেখাগুলো যতটা ভাল লাগতো, তারও চেয়ে বেশি ঈর্ষা হত লেখকদের প্রতি। ঈর্ষনীয় সেসব লেখকদের একজন হলেন ব্লগার ইমন জুবায়ের। সবেমাত্র নিক খোলাতে এখন পর্যন্ত তার কোন পোস্টে কমেন্ট করে ভাল লাগা জানানোর সুযোগ হয়নি, আর হ​য়তো কখনও সেই সুযোগ হবেও না। কারণ, আমাদের সেই প্রিয় ব্লগার ইমন ভাই আর কোনদিন কোন লেখা উপার দিতে কী-বোর্ড ধরবেন না, কোনদিন আর ব্ল্যাকের হয়ে আর কোন গান লিখবেন না, আর কোনদিন কোন "অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই" এর মত কোন পোস্ট দিবেন না।

এই লেখাটি আমি নিক খোলার পরেই উনি লিখেছেন। আর পোস্টটি আমি মোবাইলে থাকাতে অফলাইনে পড়েছিলাম। কিন্তু তার সেই লেখাতে আর কমেন্ট করা হল না। এখন কমেন্ট করেই বা কি হবে? ইমন ভাই তো আর দেখবেন না, জানবেন না আমার মত অসংখ্য অফলাইন রিডারের ভালালাগা। গত বছর হারালাম ব্লগার নীল পাহাড়ের ছেলে (সাংবাদিক সাগর সারওয়ার) আর এ বছরের শুরুতেই হারালাম ব্লগার ইমন জুবায়ের কে।

কোন না কোন ভাবেই আমরা হারাচ্ছি আমাদের অসংখ্য প্রিয় ব্লগারদের। কখনও তার কারণ প্রাকৃতিক​, কখনও তার কারণ ভয়াবহ প্রেক্ষাপট। কিন্তু এই হারানোর কষ্টটা যে কি রকম​, তা শুধু নিজের মধ্যে অনুভুব করা সম্ভব, কিন্তু কাউকে উপলব্ধি করানো সম্ভব না। ইমন ভাইয়ের মত অনেক ব্লগার আছেন, যারা অসংখ্য ভাল লেখা উপহার দেন আমাদের। এই সামহোয়্যারইন ব্লগেও সর্বকালের সেরা ব্লগার -দের তালিকায় ইতোমধ্যেই তার নাম চলে এসেছে।

চার বছর তিন মাস ব্লগিং সময়কালে কোনদিন তার নামে কাউকে আঘাত করে কমেন্ট করা বা পোস্ট দেয়ার কোন কথা কখনও শুনি নি। কেন ইমন ভাইয়ের মত মানুষেরাই হারিয়ে যায়? কেন তাদের আমরা হঠাৎ-ই হারাই যখন তাদের কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার তৃষ্ণা বেড়ে যায়? এর উত্তরটি দিয়ে যাবার জন্যও ইমন ভাই আর রইলেন না। আজ ৪ঠা জানুয়ারি ২০১২ আমরা হারালাম ব্লগিং জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। ইমন ভাই, আপনার সর্বশেষ লেখা "অতিপ্রাকৃত গল্প: সতরই জুলাই" লেখাটি আজ সংগত কারণেই মনে প​ড়ছে। যেখানে আমরা নব্য ব্লগারেরা গল্পে আপনার জায়গায় নিজেদের ভাবছি, আর "ওবায়েদ" চরিত্রে ভাবছি আপনাকে।

যদি এমন হ​য়, আসছে সতেরই জুলাইয়ের আগে আপনি (হ্যাঁ, ইমন ভাই আপনিই) হঠাৎ ফোন করে বলবেন​, "কি রে নব্য ব্লগারেরা, আমাকে ভুলে গেলি? আমি ইমন জুবায়ের। " আমার মত অসংখ্য নব্য ব্লগারদের প্রতি যে আপনার শুভকামনা ছিল​, সেটা আপনি ব্লগার অপূর্ণ ভাইয়ের "কয়েকজন নতুন ভালো ব্লগারকে প্রোমোট করার চেষ্টা" পোস্টে প্লাস দিয়েই বুঝিয়েছিলেন। আপনার লেখা আমার মত অনেক অফলাইন রিডারকে ব্লগে নিয়ে এসেছে। ভাল লেখা চিনিয়েছে, ভাল লেখা শিখিয়েছে। ভাল লেখার স্বপ্ন নিয়ে আমার মত যারা ব্লগে এসেছে, তাদের ফাঁকি দিয়ে এভাবে ঝড়ের গতিতে হঠাৎ আপনি চলে যেতে পারেন না... এটা ঠিক না... R.I.P. (Rest In Peace), কিন্তু আমি বলবো R.I.P. (Return If Possible) ______________________________ ব্লগার ইমন জুবায়ের-এর ব্লগীয় পরিসংখ্যানঃ পোস্ট করেছেন: ১৫০০টি মন্তব্য করছেন: ২৫৫২৩টি মন্তব্য পেয়েছেন: ৪২০০৩টি ব্লগ লিখেছেন: ৪ বছর ৩ মাস ব্লগটি মোট ৬৬৪১৯৬ বার দেখা হয়েছে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।