আমাদের কথা খুঁজে নিন

   

হেলিকপ্টারযোগে তরিকত প্রার্থীর গণসংযোগ

লক্ষ্মীপুরের রামগঞ্জে আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন লক্ষ্মীপুর-১ আসনের মহাজোট প্রার্থী (নৌকা প্রতিক) বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল।

হেলিকপ্টার যোগে আসায় নির্বাচনী আচরনবিধি লংঘন করা হয়েছে বলে তার প্রতিদন্ধি প্রার্থীসহ সচেতন মহলের মাঝে অভিযোগ উঠেছে।

অন্য দিকে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম (আনারস প্রতিক) এর পক্ষে ভোট করায় এক সমাবেশে দল থেকে আওয়ামীলীগের পাঁচ ও ছাত্রলীগের চার নেতাসহ  নয় নেতাকে বহিস্কার ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সরেজমিন ঘুরে দেখা ও বিভিন্ন সুত্রে পাওয়া তথ্য মতে জানাযায়, রামগঞ্জ উপজেলার সংসদীয় আসনে মোট ভোটার ১  লাখ  ৮৫ হাজার ৬৬৯জন, কেন্দ্র সংখ্যা ৮১ টি। ইতি মধ্যে আগামী দশম সংসদ নির্বচনী প্রচারনা শুরু হয়ে গেছে ।

এ দিকে জেলার রামগঞ্জ পৌরসভার সামনে সকাল ১১ টায় শতাধিক মটর সাইকেল নিয়ে দুই শতাধিক দলীয় নেতাকর্মী  মহাজোট প্রার্থী (নৌকা প্রতিক) বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়ালকে স্বাগত জানাতে অপেক্ষমান রয়েছেন। ঠিক ১২ টায় পেৌর ভবনের ছাদের উপর একটি হেলিকপ্টার অবতরণ করে। এসময় স্থানীয় সংবাদ কর্মীদের সকল ক্যামরা বন্ধ করে নৌকা মার্কায় ভোট চেয়ে ও দলের প্রার্থীকে স্বাগত জানিয়ে শ্লোগান দিতে থাকেন আওয়ামীলীগ দলীয় নেতা কর্মীরা। কিছুক্ষন পর ছাদ থেকে নেমে আসেন মহাজোট প্রার্থী এম আউয়াল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শাহজান, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী প্রমুখ। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান কর্মীদের।

 পৌর হল রুমে সংবাদ কর্মীদের সাথে এ প্রার্থী নির্বাচনী প্রচারনা নিয়ে এক মত বিনিময় সভা করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।   একদিকে বিরোধী দলের অবরোধ অন্য দিকে নির্বাচন এ নিয়ে ভোট কেন্দ্রে ভোটারদের স্বতস্ফুর্ত অংশ গ্রহন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন নির্বাচনে এর কোন প্রভাব পড়বেনা, শতকরা ৮০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে যাবেন বলে জানান তিনি।

একই সাথে নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। হেলিকপ্টার যোগে তার আগমনে নির্বাচনী আচরন বিধি লংঘন হয়েছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন আমি নই হেলিকপ্টারে  উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শাহজাহান সাহেব এসেছেন।

তাকে আনতে আমরা ছাদে ছিলাম। সাংবাদিকদের ক্যামরা বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটা যারা বন্ধ করে দিয়েছে তাদের ব্যাপার। সভা শেষে তিনি পৌর মেয়রের সরকারী গাড়ীতে চড়ে উপজেলাস্থ কাঞ্চনপুর হযরত শাহমিরান (রঃ) এর মাজার জিয়ারত, নিজ গ্রাম ইছাপুর ইউনিয়নের দক্ষিন নারায়নপুর হয়ে চন্ডীপুর ইউনিয়নের হরিশ্চর মাজার জিয়ারত ও গণ সংযোগ করেন।

এসময় তার সাথে রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারী গাড়ী ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা নির্বাচনী শ্লোগান ও নৌকা প্রতীকে ভোট  চেয়ে মহড়া দেয়।  

এসব কর্মকান্ডে সাধারণ মানুষ ও সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন পেশার মানুষের সাথে আলাপকালে তারা জানান, উনিতো আওয়ামীলীগ প্রার্থী তাই হেলিকপ্টারে আসলেও আচরণবিধি লংঘন হয়না। কেউ কেউ জানান আগে কখনো এ প্রার্থীকে আমরা দেখিনি, হঠাত্ জনবিচ্ছিন্ন একজন প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ। ভোট কেন্দ্রে যাবেন কিনা জানতে চাইলে অনেকেই জানান, এক দলীয় নির্বাচনে গেলেও কি না গেলেও কি। তবে আবার কেউ কেউ জানান, র্যাব, পুলিশ, সেনা বাহিনী থাকতে তাদের কোন শংকা নেই, ভোট দিতে তারা কেন্দ্রে যাবেন।

অন্য দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সফিকুল ইসলাম।

তিনি বলেন আমি দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান হিসেবে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সাথে নিয়ে দায়িত্ব পালন করেছি। সাধারণ মানুষ আমাকে শতকরা ৯০ ভাগ ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করছি। তিনি আরো বলেন আমার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী হেলিকপ্টার যোগে গণসংযোগে এসেছেন । এটা নির্বাচনী আচরনবিধি লংঘন কিনা তা আমার জানা নেই। তবে আচরনবিধি লংঘন হলে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম জানান, হেলিকপ্টার যোগে মহাজোট প্রার্থী এসেছেন বলে তিনি শুনেছেন । এটা নির্বাচনী আচরণ বিধি  লংঘন হয়েছে, তদন্ত স্বাপেক্ষে প্রার্থীকে কারন দর্শানোর নোটিশ দেয়া হবে বলে জানান তিনি।

অপর দিকে রামগঞ্জ জিয়া শপিং  কমপ্লেক্স অডিটোরিয়ামে একই দিন বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত সভায় লায়ন এম এ আউয়াল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক এম এ মমিন পাটোয়ারী প্রমূখ।

সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা ভুঁইয়া, ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: জাহিদ, সাধারণ সম্পাদক মো: খোকন, লামচর ইউনিয়ন সভাপতি  মো: উল্লাহ পাটোয়ারী, সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটোয়ারী ও কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোর্শেদ আলম, নওগা ইউনিয়ন সভাপতি জাবেদ, লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ শামছু ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে দল থেকে বহিস্কারের ঘোষনা দেয়া হয় ।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.