আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে সংঘর্ষ, আহত ৬

পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে এক পক্ষের এজেন্ট বাহির করে দেওয়াকে কেন্দ্র করে আজ বিকেলে নোয়াখালীর  কবির হাটে পল্লীবিদ্যুৎ সমিতি  অফিসে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এক পর্যায়ে বিক্ষুব্দরা অফিসে হামলা ভাংচুর, করে পরে ঘটনাটি আওয়ামীলীগ-বিএনপির সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দু'পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এতে আওয়ামী লীগ সমর্থিত পরিচালক প্রার্থী ফরহাদ সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়। পরে আওয়ামী লীগ সমর্থীত ফরহাদ নির্বাচন বাতিল ও বয়কট করে।

বিএনপি সমর্থিত বিজয়ী পরিচালক মিজানুর রহমান জানান আওয়ামীলীগের নিজেদের মধ্যে এ ঘটনা ঘটেঠে, আমাদের সঙ্গে নয়। এদিকে নির্বাচন কমিশনার পরিচালক পদে মিজানুর রহমানকে বিজয়ী ঘোষনা করেন। এ

ব্যপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীক্ষার করে বলেন প্রথমে আওয়ামীলীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে উভয় প্রার্থীর দলীয় সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনার আলতাফ হোসেন চৌধুরীর সাথে যোগাগোগের চষ্টো করে তাকে পাওয়া যায় নি। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.