আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিবেদন রিপোর্ট!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

প্রিয় জনাবে আলী বান কি মুন,

আশা করি বিশেষ রহমতে, উপরওয়ালার দোয়ায় আপনি ভাল আছেন। পর সমাচার এই যে, বাংলাদেশ থেকে ঘুরে আসার পর থেকে আপনে যে চিল্লাইবার লাগছেন 'রিপোর্ট দাও! রিপোর্ট দাও!' আমি এখন রিপোর্ট কোথায় পাই? তাও আবার যেই-সেই রিপোর্ট হইলে চলব না, রাজনৈতিক রিপোর্ট লাগব! বলি, ওই দেশে আপনে রাজনীতি পাইলেন কোথায়? দুইটা ফুটবল দল আছে আর পাঁচ বছর পর পর ক্ষমতা দখল নামে একটা বল আছে, এইটা বাউরানি ছাড়া ওইখানে তো কোন রাজনৈতিক মুভমেনট দেখি নাই।

আর নেতা পাইলেন কোথায়? আমি তো দেইখা আসলাম সব অভিনেতা! মশায়, নিজেরা কথা বললে ভাব কইমা যাইব ভাবে সবাই। কিন্তু আমার সামনে তো কথা থামেই না! আমি যতই বলি 'স্টপ, স্টপ' তারা ততই বলে 'হ, ওইটা তো এক মশার কয়েলের নাম। জ্বালাইয়া দিব?' হালারা বেবাকে বুরবাক! আমি যতই বলি 'ভায়া, আমারে এত্ত হাসাইয়েন না।

আসেন কথা বলি। মুন সাহেব না হইলে আমারে অর্ধচন্দ্র দিয়া বাইর কইরা দিবে! বেটা বলদরা কয়, 'তাইলে তুমি জাতিসংঘ(তারানকো) খুইলা বসবা! টেকা আসলেই হইল!' আমি শুধাইলাম, 'বাহে, তা আমারে দরকার কেন?' জনাবেরা বলে, 'আরে তোমার কারনে কতদিন পরে পুরাতন দুস্তদের পাইলাম! সেই যে একবার ১/১১ এর পরে দুস্তদের সাথে জেলে ছিলাম! তারপর আর দেখা নাই। বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার। আস একটু সুরা পান করি। ' বলিয়া তার কুটি কুটি টাকার লালপানি পান করল।

আমি ভাইবা'ই পাইলাম না এরা কেমনে গরিব দেশ হয়! আমি কইলাম, 'ইউ পিপল আর সো রিচ! ওয়েসটিং সো মাচ মানি ফর বুজিং!' হালার কয় জনগণের মাল! দরিয়া'মে ডাল।

নিরাপত্তা'র কথা আর কি বলব? একমাত্র ওই দেশই সর্বোচ্চ নিরাপদ। মাইরের উপর কুন ওষুধ নাই। পিটাইয়া তারা সবটিরে সোজা রাখে। আর জনগণের টাইমের কোন দাম নাই মনে হয়।

আমি দেখতাম আমি যে রাস্তা দিয়া যাইতেছি সেই রাস্তা পুরা ফাঁকা! আর আসেপাশের রাস্তায় মানুষরা দাড়াইয়া জ্যাম করে আছে! আমারে দেখার জন্য মনে হয়! আই এম সো লাকি!

কেমনে যে দিন কাটল আমি টেরও পাইলাম না। মাঝখানে ভুনা হাসের মাংস আর রুটি পিঠা খাওয়ার জন্য একদিন বেশি থাকতে হইল, এই কথা আপনারে কেমনে কই! হাসের মাংসে যে কি ত্যাল! তা আপনারে কেমনে বুঝামু। তবে আমি বুঝতে পারছি যে নেতাদের পাছায় এত্ত ত্যাল হইছে কেমনে! ইট ইজ হাঁসের মাংস ম্যান! ট্রাই ইট।

বিঃদ্রঃ শাবনুর এখন প্রেগনেনট। গত বছর আপনি সফরে গেছিলেন নাকি?
পুনশ্চঃ আপনারে যে বহিঃস্কার কইরা আমি নতুন জাতিসংঘ খুলি নাই সেটা আপনার ভাগ্য! ওই দেশের কুন সমাধান নাই।

তবে সবাই যদি 'পিছে লাত্থি' মারতে পারে তবে ভিন্ন কথা। জি না আমি জনগনের কথা বলতেছি না, হ্যারা তো সবসময় খাইতেই আছে! যারা দিতেছে আমি উল্টা তাদের দেওয়ার পরামরশ দিলাম! আর আমার কাছে আর রিপোর্ট চাইয়া লজ্জা দিবেন না।

ইতি,

আপনার জানপাখি
(তারানকো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.