আমাদের কথা খুঁজে নিন

   

আবারো বাড়ছে চাকরির বয়সসীমা

বিরবল ৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বয়সসীমা আবারো বাড়ছে। ইতোমধ্যে বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নেয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যেখানে আমাদের লক্ষ লক্ষ বেকার শিক্ষিত চাকুরীর জন্য দিশেহারা সেখানে কতিপয় কিছু ব্যাক্তিকে সরকারের আজ্ঞাবহ করতে এই হীন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এই অবস্তাই চাকুরীর বয়স আবারো বাড়ানো হলে দেশে বেকারত্তের হার আরও বেড়ে যাবে। সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতেই পুরনো কর্মকর্তা ও কর্মচারীদের ধরে রাখার অপকোশল মাত্র। প্রশাসনের একটি অংশ মনে করছেন, কর্মকর্তা-কর্মচারিদের সুযোগ-সুবিধা দিতে নয়, শুধুমাত্র কয়েকজন প্রভাবশালী কর্মকর্তাকে প্রশাসনে টিকিয়ে রাখতেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। যা কার্যত অধঃস্তন কর্মকর্তা ও কর্মচারিদের পদোন্নতিসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত করবে। এতে প্রশাসনে কাজের গতি কমে যাবে। আমিও এর সাথে একমত পোষণ করে বলতে চাই দেশের অনেক শিক্ষিত যুবক আছে যারা কর্মক্ষেত্রে কাজের সুযোগ পেলে দেশকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি কিছু নতুন কর্মক্ষেত্রের সুযোগ সৃষ্টি হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।