আমাদের কথা খুঁজে নিন

   

ভোঁদড় যখন চিত্রশিল্পী!

"আয় রে আয় টিয়ে নায়ে ভরা দিয়েনা' নিয়ে গেল বোয়াল মাছেতাই না দেখে ভোঁদড় নাচেওরে ভোঁদড় ফিরে চা খোকার নাচন দেখে"... ছোটবেলার এই ছড়ার মাধ্যমেই মূলত: ভোঁদড় সবার চেনা প্রাণী। তবে ভোঁদড়ের মধ্যেও যে শিল্পীর প্রতিভা লুকিয়ে থাকতে পারে তা অনেকেরই অজানা। সম্প্রতি এমনই একটি তথ্য জানা গেছে ভোঁদড় সম্পর্কে।

ঘটনাটি হলো দুবাই একুয়ারিয়াম এবং আন্ডারওয়াটার চিড়িয়াখানার দুইটি ভোঁদড়কে ছবি আঁকা শেখানোর পরিকল্পনা করে কর্তৃপক্ষ। একসময় তারা সফলও হয়।

দর্শকের সামনে ছবি এঁকে রীতিমতো তাক লাগিয়ে দেয় ভোঁদড় দুটি।

দেখা যাচ্ছে, পৃথিবীতে বসবাস করা অসংখ্য প্রাণী রয়েছে যারা মানুষের বুদ্ধিমত্ত্বার কাছাকাছি না যেতে পারলেও ঠিকঠাক প্রশিক্ষণ দিতে পারলে কখনো কখনো শিখে নিতে পারে কাজটি। ভোঁদড়দের করা কীর্তি তা-ই প্রমাণ করে। তবে প্রাণীদের বুদ্ধিমত্তা যাচাই করা এবং তাদের কোন না কোন বিশেষ কাজে অভিজ্ঞ করে তোলা অনেক কঠিন কাজ। প্রতিনিয়ত অনুশীলন করানোর মাধ্যমেই কোন প্রাণী বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে।

 

সূত্র: Buzzfeed

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.